নয়া সম্পাদক, রাজ্য কমিটি নাম রাখল না ভি এসের

পালাবদল ঘটে গেল কেরল সিপিএমে। পিনারাই বিজয়নের জমানার অবসান ঘটিয়ে দলে নতুন রাজ্য সম্পাদক হলেন কোডিয়ারি বালকৃষ্ণন। দলের অন্দরে যিনি বিজয়নের অনুগামী বলেই পরিচিত। কাণ্ডারী বদলেও তাই ভাবধারায় কোনও পরিবর্তন আসছে না বলেই সিপিএম সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১১
Share:

ভি এস অচ্যুতানন্দন

পালাবদল ঘটে গেল কেরল সিপিএমে। পিনারাই বিজয়নের জমানার অবসান ঘটিয়ে দলে নতুন রাজ্য সম্পাদক হলেন কোডিয়ারি বালকৃষ্ণন। দলের অন্দরে যিনি বিজয়নের অনুগামী বলেই পরিচিত। কাণ্ডারী বদলেও তাই ভাবধারায় কোনও পরিবর্তন আসছে না বলেই সিপিএম সূত্রের খবর।

Advertisement

পরিবর্তন অবশ্য ঘটে গিয়েছে অন্য দিকে! সেই ১৯৬৪ সালের পরে এই প্রথম বার কেরল সিপিএমের রাজ্য কমিটির তালিকায় নাম থাকল না ভি এস অচ্যুতানন্দনের! রাজ্য সম্মেলনের শেষ দিন সোমবার ৮৮ জনের নতুন রাজ্য কমিটি তৈরি হয়েছে। সেখানে ৮৭ জনের নাম ঘোষণা হলেও ফাঁকা রাখা হয়েছে একটি জায়গাই। দলীয় সূত্রে বলা হচ্ছে, ভি এস মন বদলে যদি দলের কাছে আসেন, তা হলে ওই ফাঁকা জায়গায় তাঁর নাম ঢুকতে পারে। তবে সে সম্ভাবনার প্রতি বিশেষ গুরুত্ব যে কেরলের রাজ্য নেতৃত্ব দিচ্ছেন না, তার ইঙ্গিত মিলেছে নতুন রাজ্য সম্পাদকের বক্তব্যেই। কোডিয়ারি বলেছেন, “ভি এস দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। সেই হিসাবে রাজ্য কমিটির যে কোনও আলোচনাতেই তিনি অংশ নিতে পারেন।”

বিজয়নদের কাজকর্মে ক্ষুব্ধ ভি এস এ বার সম্মেলনের দ্বিতীয় দিনই মঞ্চ ছেড়ে ওয়াক আউট করে গিয়ে চাঞ্চল্য তৈরি করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, রাজ্য সম্মেলনের প্রতিবেদনে একপেশে ভাবে তাঁর সমালোচনা করা হয়েছে। রাজ্য সম্পাদকমণ্ডলী তাঁর বিরুদ্ধে যে নিন্দা প্রস্তাব নিয়েছে, তা-ও প্রত্যাহার করার দাবি তুলেছিলেন তিনি। ওয়াক আউটের পরের দিন দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের আর্জিতেও কান না দিয়ে সম্মেলন বয়কটে অনড় ছিলেন ভি এস। শেষ দিনেও যথারীতি সম্মেলনে হাজির হননি। সঙ্কট সামাল দিতে কারাটের হস্তক্ষেপে অবশ্য প্রতিবেদনের কিছু অংশ সম্মেলনে পাশ না করিয়ে মুলতবি করে দেওয়া হয়েছে। যে ঘটনাকে ‘ইতিবাচক’ বলেছেন ভি এস-ও। কিন্তু সম্মেলনে ফেরেননি। রাজ্য নেতৃত্বও নতুন রাজ্য কমিটিতে তাই দলের এই প্রতিষ্ঠাতা-সদস্যের নাম লিখতে চাননি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement