নাম না করে ফের মমতাকে বিঁধলেন কুণাল

নাম না করেও ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন সারদা-কাণ্ডে অভিযুক্ত কুণাল ঘোষ। বুধবার সিবিআই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, অনেক প্রভাবশালী ব্যক্তি সারদা-তদন্তে বাধা দিচ্ছেন। তাঁদের খোলা চোখে দেখা যাচ্ছে না। তাঁর আরও অভিযোগ, একটা গোটা ‘সিস্টেম’ (ব্যবস্থা) সিবিআই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। আইনজীবীদের একাংশের বক্তব্য, গোটা ‘সিস্টেম’ বলতে কুণাল বোঝাতে চেয়েছেন রাজ্য প্রশাসনকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৭
Share:

নাম না করেও ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন সারদা-কাণ্ডে অভিযুক্ত কুণাল ঘোষ। বুধবার সিবিআই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, অনেক প্রভাবশালী ব্যক্তি সারদা-তদন্তে বাধা দিচ্ছেন। তাঁদের খোলা চোখে দেখা যাচ্ছে না। তাঁর আরও অভিযোগ, একটা গোটা ‘সিস্টেম’ (ব্যবস্থা) সিবিআই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। আইনজীবীদের একাংশের বক্তব্য, গোটা ‘সিস্টেম’ বলতে কুণাল বোঝাতে চেয়েছেন রাজ্য প্রশাসনকে।

Advertisement

এর আগেও আদালতে বা আদালতের বাইরে দাঁড়িয়ে সারদা-কাণ্ডে প্রশাসন অথবা বিশেষ একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে একাধিক বার তোপ দেগেছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ওই সাংসদ। এ-ও অভিযোগ করেছেন, সারদা-গোষ্ঠীর কাছ থেকে কেউ যদি সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, তাঁর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আদালতে এ দিন কুণালের অভিযোগ, সারদা গোষ্ঠীর কাছ থেকে যাঁরা লাভবান হয়েছেন বা সরাসরি টাকা নিয়েছেন, তাঁরা সরকারের লোক। নাম না করে কুণাল এ দিন কেবল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই তোপ দাগেননি। তোপ দেগেছেন কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীর বিরুদ্ধেও। এ দিন সিবিআই আদালতে অভিযুক্ত কুণালের অভিযোগ, সিবিআই তদন্তে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব পর্যন্ত প্রভাব খাটানোর চেষ্টা করেছেন (সারদা কাণ্ডে ধৃত মাতঙ্গ সিংহের পক্ষ নিয়ে প্রাক্তন ওই সচিব সিবিআইয়ের কার্যালয়ে ফোন করেন বলে অভিযোগ)।

Advertisement

এ দিন আদালতে নিজেই নিজের জামিনের আবেদন জানান কুণাল। বিচারক বরুণ রায়ের কাছে তিনি জানান, সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু আগে তিনি জামিনের আবেদন জানাননি। তবে বিচারক কুণালের জামিনের আবেদন মঞ্জুর করেননি। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই মামলায় জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement