দু’বেলাই মেট্রো-বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের

সকাল-বিকেল দু’বেলাতেই মেট্রো বিভ্রাটে দুর্ভোগে পড়লেন যাত্রীরা। বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো চলাচল হঠাৎই বন্ধ হয়ে যায়। অন্য দিকে, কবি সুভাষ স্টেশন থেকে দমদমগামী ট্রেনও থামিয়ে দেওয়া হয় ময়দান স্টেশনে। ফলে দুর্ভোগে পড়তে হয় অসংখ্য অফিসযাত্রীকে। কুড়ি মিনিট পরে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ২০:১০
Share:

সকাল-বিকেল দু’বেলাতেই মেট্রো বিভ্রাটে দুর্ভোগে পড়লেন যাত্রীরা।

Advertisement

বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো চলাচল হঠাৎই বন্ধ হয়ে যায়। অন্য দিকে, কবি সুভাষ স্টেশন থেকে দমদমগামী ট্রেনও থামিয়ে দেওয়া হয় ময়দান স্টেশনে। ফলে দুর্ভোগে পড়তে হয় অসংখ্য অফিসযাত্রীকে। কুড়ি মিনিট পরে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।

ঠিক কী হয়েছিল এ দিন?

Advertisement

মেট্রো কর্তৃপক্ষ জানান, এ দিন বেলা ১০টা ২৬ মিনিটে মেট্রো কন্ট্রোল রুমে ফোন আসে যে গিরিশ পার্ক স্টেশনের কাছে লাইনের উপর কিছু পড়ে থাকায় ট্রেন চলাচলে অসুবিধা হচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ দমদম থেকে ময়দান পর্যন্ত আপ এবং ডাউন লাইনে ট্রেন বন্ধ করে দেন। সাড়ে ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ময়দান থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যম্ত আপ এবং ডাউন লাইনে ট্রেন চালানো হয় বলে মেট্রো রেলের এক আধিকারিক জানান।

মেট্রো রেলের ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, গিরিশ পার্ক স্টেশনের কাছে রেললাইনের ঠিক ওপরেই একটি রড ঝুলে রয়েছে। পরীক্ষা করে দেখা যায়, লাইনের পাশে দেওয়ালে তার দিয়ে আটাকানো একটি পুরনো রড কোনও কারণে খুলে যাওয়ার ফলেই এই সমস্যা। সঙ্গে সঙ্গেই তা মেরামতি করে দেওয়া হয়। ১০টা ৪০ মিনিটের পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ কবি সুভাষ স্টেশনে একটি রেক আটকে পড়ে। বিদ্যুৎসংযোগ হচ্ছিল না ট্রেনটিতে। ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন আটকে পড়ে। এই ঘটনার জেরে আবারও হাজার হাজার ঘরমুখো যাত্রী দুর্ভোগে পড়েন। আধ ঘণ্টা পরে ট্রেনটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় কারশেডে। তার পরে ফের ট্রেন চলাচল শুরু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement