তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা এআইএডিএমকে-র

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের অর্থমন্ত্রী ও পনিরসেলভামের নাম ঘোষণা করল এআইএডিএমকে। রবিবার দুপুরে চেন্নাইয়ে দলীয় বৈঠকে সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হন রাজ্যের মুথ্যমন্ত্রী জয়ললিতা। জয়ললিতার পালিত পুত্র সুধাকরণ, বান্ধবী শশীকলা এবং এক আত্মীয়া ইলাবরসীকেও ওই মামলায় দোষী ঘোষণা করে বেঙ্গালুরুর বিশেষ আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১০
Share:

ও পনিরসেলভাম। ছবি: পিটিআই।

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের অর্থমন্ত্রী ও পনিরসেলভামের নাম ঘোষণা করল এআইএডিএমকে। রবিবার দুপুরে চেন্নাইয়ে দলীয় বৈঠকে সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

শনিবার হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা। জয়ললিতার পালিত পুত্র সুধাকরণ, বান্ধবী শশীকলা এবং এক আত্মীয়া ইলাবরসীকেও ওই মামলায় দোষী ঘোষণা করে বেঙ্গালুরুর বিশেষ আদালত। ১৮ বছর ধরে চলা ওই মামলায় জয়ললিতার চার বছরের জেল এবং একশো কোটি টাকার জরিমানা করা হয়। এই রায়ের ফলে মুখ্যমন্ত্রীর পদ খোয়ান তিনি। তবে কর্নাটক হাইকোর্টে সোমবার জামিনের আবেদন করবেন জয়ললিতা। পাশাপাশি, কারাবাসের রায়ে স্থগিতাদেশের আবেদনও করবেন তিনি। রবিবার এ কথা জানান জয়ললিতার আইনজীবী বি কুমার।

জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পরে ছ’বছর নির্বাচনেও লড়তে পারবেন না জয়ললিতা। এর পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর গদিতে কে বসবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এ দিন বৈঠকে বসে এআইএডিএমকে।

Advertisement

রাজ্য রাজনীতিতে ‘ও পি এস’ নামে পরিচিত ৬৩ বছরের পনিরসেলভম এর আগে ২০০১ সালে ছয় মাসের জন্য মুখ্যমন্ত্রিত্ব সামলেছিলেন। সে বার জমি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গদি ছাড়তে হয়েছিল জয়ললিতাকে। কিছু দিন পরেই অবশ্য সে অভিযোগ থেকে মুক্ত হন তিনি।

গত কাল জয়ললিতার সাজা ঘোষণার পরে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কয়েকটি নাম সামনে আসতে থাকে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব শীলা বালকৃষ্ণণ, প্রাক্তন ডিজিপি নটরাজ, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তথা রাজ্যসভার সাংসদ বিশালাক্ষ্মী নেদুনচেঝিয়ান এবং পরিবহণমন্ত্রী সেন্থিল বালাজির নাম সামনে আসে। কিন্তু বরাবরই জয়ললিতার বিশ্বস্ত হিসেবে সুবিদিত পনিরসেলভামের নামেই শেষ পর্যন্ত সিলমোহর পড়ল। দলীয় সূত্রে খবর, এ দিন সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্ করবেন পনিরসেলভাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement