রাখে হরি, মারে কে!
ঘটনাস্থল, পশ্চিম অস্ট্রেলিয়ার পারথ। বুধবার সকালে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান এক যাত্রী। ঘটনাচক্রে তাঁর পা আটকে যায় প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানের ফাঁকে। অনেক চেষ্টা করেও কোনও ভাবেই তিনি আটকে যাওয়া পা বের করতে পারছিলেন না। বিষয়টি যাত্রীদের নজরে আসে। উপস্থিত সবাই মিলে ট্রেনটিকে ঠেলে সামান্য কাত করে প্রায় পাঁচ ইঞ্চি ওই ফাঁক থেকে উদ্ধার করেন ওই যাত্রীকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন ওই যাত্রী।
কী ভাবে ট্রেন সরানো সম্ভব হল?
সহযাত্রীর পা ওই ভাবে আটকে যেতে দেখে উপস্থিত যাত্রীরা ট্রেনটিকে প্ল্যাটফর্মের বিপরীত দিকে ঠেলতে থাকেন। প্রায় পঞ্চাশ জন এ কাজে হাত লাগান। এতেই ওই পাঁচ ইঞ্চি ফাঁক সামান্য বেড়ে যায়। উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। ওই ট্রেনের এক যাত্রী জানিয়েছেন, রেল কর্মী-সহ সমস্ত যাত্রীরা ঝাঁপিয়ে পড়েছিলেন এই উদ্ধারকার্যে। তিনি বলেন, “অসম্ভব মনের জোর ওই ভদ্রলোকের। তারই জোরে বেঁচে যান তিনি।” প্রাথমিক চিকিত্সা শেষে পরের ট্রেন ধরেই গন্তব্যের উদ্দেশে রওনা হন ওই ব্যক্তি।