জাপানের সর্বোচ্চ জাতীয় সম্মান পেলেন মনমোহন সিংহ

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ১৮:৪২
Share:

জাপানের সর্বোচ্চ জাতীয় সম্মানের জন্য বিবেচিত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দিল্লির জাপানি দূতাবাস সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে, জাপানের সর্বোচ্চ জাতীয় সম্মান ‘দ্য গ্র্যান্ড কর্ডন অফ দ্য অর্ডার অফ দ্য পাউলোনিয়া ফ্লাওয়ার্স’ পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে মনমোহন সিংহের নাম। ইন্দো-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হবে। কোনও ভারতীয় হিসাবে তিনিই প্রথম এই পুরস্কার পাচ্ছেন। সমাজে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি স্বরূপ এই সম্মান দেয় জাপান সরকার। মনমোহন সিংহ ছাড়াও ৫৭ জন বিদেশি নাগরিককে চলতি বছর এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।

Advertisement

৩৫ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন ভারত-জাপান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করতে। এই পুরস্কার পেয়ে যে তিনি আপ্লুত মনমোহন সিংহ বলেন, “ভবিষ্যতে এই দুই দেশের সম্পর্ক একটি বিশেষ উচ্চতায় পৌঁছবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement