কাশ্মীরে বিস্ফোরণে জখম চার বাসিন্দা

সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলাকালীন বিস্ফোরণে কাশ্মীরের সোপিয়ান জেলার চার বাসিন্দা গুরুতর জখম হলেন। বৃহস্পতিবার সকালের ঘটনা। সেনাবাহিনী কাশ্মীরের সোপিয়ান জেলার একটি গ্রামে জঙ্গিদের গা ঢাকা দেওয়ার খবর পায়। গত মঙ্গলবার থেকেই সেখানে তল্লাশি অভিযান চালায় সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

কাশ্মীর শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪৮
Share:

সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলাকালীন বিস্ফোরণে কাশ্মীরের সোপিয়ান জেলার চার বাসিন্দা গুরুতর জখম হলেন। বৃহস্পতিবার সকালের ঘটনা।

Advertisement

সেনাবাহিনী কাশ্মীরের সোপিয়ান জেলার একটি গ্রামে জঙ্গিদের গা ঢাকা দেওয়ার খবর পায়। গত মঙ্গলবার থেকেই সেখানে তল্লাশি অভিযান চালায় সেনা। গত বুধবার সেনার সঙ্গে গুলি বিনিময়ে দুই জঙ্গির মৃত্যু হয়। বুধবার রাতে গুলি বিনিময় শেষ হয়ে গেলেও সেনার বম্ব স্কোয়াড ঘটনাস্থলে বোমা থাকতে পারে বলে সবুজ সঙ্কেত দেয়। তাই স্থানীয়দের সেখানে যেতে নিষেধ করা হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা না মেনে এ দিন সকালে চার স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে যান। তখনই বিস্ফোরণে তাঁরা জখম হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement