কোবানেতে যাচ্ছে ইরাকের পেশমেরগা যোদ্ধারা, সঙ্গে ভারী অস্ত্রও

কোবানের উদ্দেশে রওনা দিল ইরাকের কুর্দ পেশমেরগা যোদ্ধারা। মঙ্গলবার পেশমেরগা যোদ্ধাদের নিয়ে একটি বিমান তুরস্কের দক্ষিণে সানলিইউরফ্রা বিমানবন্দের নামে। সেখান থেকে কড়া পহারায় বাসে করে দলটি কোবানের দিকে রওনা দিয়েছে। কয়েক দিন আগেই কোবানের কুর্দ মিলিশিয়াদের সাহায্যের জন্য ইরাক থেকে পেশমেরগা যোদ্ধাদের প্রবেশের অনুমতি দেয় তুরস্ক। পাশাপাশি, ভারী অস্ত্র নিয়ে একটি কুর্দ কনভয় স্থলপথে ইরাক থেকে তুরস্কে প্রবেশ করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৪ ১৮:০৮
Share:

ক্যাপশন: ইরাক থেকে তুরস্কে প্রবেশ করল ভারী অস্ত্রবাহী কুর্দ কনভয়। গন্তব্য কোবানে। ছবি: রয়টার্স

কোবানের উদ্দেশে রওনা দিল ইরাকের কুর্দ পেশমেরগা যোদ্ধারা। মঙ্গলবার পেশমেরগা যোদ্ধাদের নিয়ে একটি বিমান তুরস্কের দক্ষিণে সানলিইউরফ্রা বিমানবন্দের নামে। সেখান থেকে কড়া পহারায় বাসে করে দলটি কোবানের দিকে রওনা দিয়েছে। কয়েক দিন আগেই কোবানের কুর্দ মিলিশিয়াদের সাহায্যের জন্য ইরাক থেকে পেশমেরগা যোদ্ধাদের প্রবেশের অনুমতি দেয় তুরস্ক। পাশাপাশি, ভারী অস্ত্র নিয়ে একটি কুর্দ কনভয় স্থলপথে ইরাক থেকে তুরস্কে প্রবেশ করেছে। এটিও বুধবারের মধ্যে কোবানে পৌঁছে যাবে।

Advertisement

ইসলামিক স্টেট-এর (আইএস) জঙ্গিদের লাগাতার আক্রমণে তুরস্ক সীমান্ত ঘেঁষা কুর্দ প্রধান কোবানেতে সঙ্কটের সৃষ্টি হয়। আইএস জঙ্গিদের ভয়ে বিশাল সংখ্যক কুর্দ সীমান্ত পেরিয়ে তুরস্কে আশ্রয় নেয়। লাগাতার মার্কিনি বিমান হামলার ছত্রছায়ায় কুর্দ মিলিশিয়ারা আইএস-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও এখনও আইএস-কে কোবানে থেকে হঠাতে সক্ষম হয়নি। আইএস-এর মোকাবিলা করতে কোবানের কুর্দ মিলিশিয়াদের অস্ত্রবল ও লোকবল প্রয়োজন বলে জানিয়েছিল আমেরিকা ও ব্রিটেন। কুর্দ মিলিশিয়াদের সাহায্য করতে মার্কিন বায়ুসেনা অস্ত্রও ফেলেছিল। কিন্তু তাদের ভারী অস্ত্রের প্রয়োজন বলে জানিয়েছিল কোবানের কুর্দ যোদ্ধারা। পাশাপাশি দরকার ছিল লোকবলও।

কোবানের সঙ্কটে সমালোচনার মুখে পড়ে তুরস্কের নীতি। এমনিতেই আমেরিকার আইএস বিরোধী যুদ্ধ থেকে নিজেকে বেশ খানিকটা দূরে সরিয়ে রেখেছে তুরস্ক। তা ছাড়া কুর্দদের সঙ্গে দীর্ঘ দিনের গৃহযুদ্ধের কারণে, কোবানের কুর্দদের অস্ত্র সাহায্য করতে অস্বীকার করে তুরস্ক। পাশাপাশি, কোবানেতে হামলা চালাতে তাদের আকাশপথ ও বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি তুরস্ক। এমনকী, তুরস্কের কুর্দ যোদ্ধাদের কোবানে প্রবেশ করতেও দিতে চায়নি তুরস্ক প্রশাসন। তাদের আশঙ্কা ছিল, কোবানের যুদ্ধের অছিলায় তুরস্কের কুর্দ বিচ্ছিন্নতাবাদীরা শক্তিশালী হয়ে উঠবে। বিচ্ছিন্নতাবাদীদের মাথা তুলতে না দেওয়ার জন্য দু’বছরের শান্তি অবস্থান থেকে সরে এসে এর মধ্যেই কুর্দদের কয়েকটি ঘাঁটিতে আক্রমণও চালায় তুরস্কের বিমান বাহিনী। এ নিয়ে তুরস্ক-সহ সারা বিশ্বে কুর্দরা বিক্ষোভ দেখাতে শুরু করে। শেষ পর্যন্ত প্রবল চাপের মধ্যে পড়ে ইরাকের পেশমেরগা যোদ্ধাদের কোবানে যাওয়ার অনুমতি দেয় তুরস্ক।

Advertisement

তুরস্কের ঘোষণার পরে এ নিয়ে উত্তর ইরাকের স্বায়াত্তশাসিত কুর্দ সরকার আলোচনা করে। আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটির পরে পেশমেরগা পাঠানোর সিদ্ধান্ত হয়। ঠিক হয়েছে এই যোদ্ধারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না। এরা আইএস-এর উপরে ভারী অস্ত্র ব্যবহারে সাহায্য করবে।

পেশমেরগাদের দলে প্রায় ১০০ জন যোদ্ধা রয়েছে। পাশাপাশি ৮০টি গাড়ির কনভয়ে কোবানেতে ভারী অস্ত্র যাচ্ছে। এই কনভয়টি হাবুর চেকপোস্ট দিয়ে তুরস্কে প্রবেশ করে। এই খবরে তুরস্কের কুর্দরা আনন্দে রাস্তায় নেমে আসেন। আইএস-কে ঠেকাতে এর মধ্যেই কোবানেতে প্রায় ৮০০ জন কুর্দ যোদ্ধা প্রাণ হারিয়েছেন। ইরাক থেকে এই সাহায্য আসায় তাঁরা আইএস-এর বিরুদ্ধে আক্রমণ জোরালো করতে পারবে বলে জানিয়েছে কোবানের কুর্দ মিলিশিয়ারা। পাশাপাশি খুশি আমেরিকাও। অন্য দিকে, কোবানের উপরে বিমানহানা জারি রেখেছে আমেরিকা। সঙ্গে রয়েছে আরব দেশগুলির বিমান বাহিনীও। সোম ও মঙ্গলবার মিলিয়ে চার বার কোবানেতে হানা দেয় মার্কিন বায়ুসেনা। অন্য দেশগুলির বায়ু সেনা হামলা চালায় ন’বার। হামলায় আইএস-এর বেশ কয়েকটি ঘাঁটি নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি মার্কিন সেনার সেন্ট্রাল কম্যান্ডের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement