আফগানিস্তানের বাজারে গাড়িবোমা বিস্ফোরণের ঠিক পরে। ছবি: রয়টার্স।
আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯ জন। মঙ্গলবার আফগানিস্তানের পূর্বে পাকতিকা প্রদেশের ওরগুন রাজ্যের একটি বাজারে এই বিস্ফোরণ ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আফগান সরকারের পক্ষে জানান হয়েছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
এ দিনই, এই ঘটনার কয়েক ঘণ্টা আগে কাবুলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই-এর গণমাধ্যম দলের দুই সদস্য রাস্তার পাশে রাখা বোমা বিস্ফোরণে মারা যান। এ ক্ষেত্রে অবশ্য তালিবানরা হামলার দায় স্বীকার করেছে।
আফগান প্রশাসন সূত্রে খবর, হামলার সময়ে বাজারটিতে ভালই ভিড় ছিল। যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে সেটিকে পুলিশ ধাওয়াও করছিল। কিন্তু তার পরেও বিস্ফোরণ আটকানো যায়নি। স্থানীয় সূত্রে খবর, হামলায় পুরো বাজারটি ধ্বংস হয়ে গিয়েছে। অনেক গাড়িও নষ্ট হয়ে গিয়েছে। এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, হামলার পরে আহতদের চাপ সামলাতে তাঁরা হিমশিম খাচ্ছেন। ওরগুন রাজ্যের গভর্নর মহম্মদ রাজা খারোটি জানিয়েছেন, নিহতদের অধিকাংশই দোকানদার ও ক্রেতা। এখনও পর্যন্ত আহতের সংখ্যা ৪২।
স্থানীয় সূত্রে খবর, এ দিন আসন্ন রমজানের জন্য বাজার করতে অনেকে এখানে এসেছিলেন। ফলে ভালই ভিড় ছিল। তাই হামলাকারী এই সময়টিকেই বেছে নেয়। আফগান প্রশাসন সূত্রে খবর, হামলার ধরন দেখে মনে হচ্ছে হাক্কানি-র অনুগামীরা এই হামলার পিছনে থাকতে পারে।