উত্তরাখণ্ডেও নিষিদ্ধ ম্যাগি, পতন অব্যাহত নেসলের শেয়ারদরে

মহারাষ্ট্র, গোয়ার পর এ বার উত্তরাখণ্ড। ম্যাগিকে নিষিদ্ধ ঘোষণা করার তালিকায় সংযোজন হল ফের একটি রাজ্যের নাম। এ ক্ষেত্রেও ম্যাগির নমুনায় অতিরিক্ত পরিমাণে মোনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি বা আজিনামোটো) মিলেছে। উত্তরাখণ্ডের স্বাস্থ্য সচিব ওম প্রকাশ স্বীকার করেছেন সে কথা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ১৩:২৪
Share:

মহারাষ্ট্র, গোয়ার পর এ বার উত্তরাখণ্ড। ম্যাগিকে নিষিদ্ধ ঘোষণা করার তালিকায় সংযোজন হল ফের একটি রাজ্যের নাম।

Advertisement

এ ক্ষেত্রেও ম্যাগির নমুনায় অতিরিক্ত পরিমাণে মোনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি বা আজিনামোটো) মিলেছে। উত্তরাখণ্ডের স্বাস্থ্য সচিব ওম প্রকাশ স্বীকার করেছেন সে কথা। তাঁর দাবি, “খাদ্য দফতর ম্যাগির শ’তিনেক নমুনার দু’টিতে মাত্রাতিরিক্ত এমএসজি পেয়েছে। এর পরেই রাজ্যে ম্যাগি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।” তবে নমুনাগুলিতে সিসার খোঁজ মেলেনি বলেও জানিয়েছেন তিনি। “বিষয়টি সাধারণের স্বাস্থ্যের সঙ্গে জড়িত হওয়ায় আমরা সঙ্গে সঙ্গেই তা বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি করেছি।” —দাবি করেন ওম প্রকাশ। ম্যাগি নিষিদ্ধ করতে বৃহস্পতিবার প্রশাসনের তরফ থেকে এক বিজ্ঞাপ্তিও জারি করা হয়েছে বলে জানান তিনি। দেশের অন্য রাজ্যগুলির সঙ্গে পা মিলিয়ে ম্যাগির নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে অরুণাচল প্রদেশও।

নেসলের মাথাব্যথা বাড়িয়ে তাদের সমস্ত আউটলেটে ম্যাগি বিক্রি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিগ বাজারও।

Advertisement

এ দিকে দেশ জোড়া ম্যাগি বিতর্কে সবচেয়ে খারাপ অবস্থা নেসলের শেয়ারের। বুধবার পর্যন্ত নেসলের শেয়ার দর নেমেছিল প্রায় ১০ শতাংশ। এ দিন তা আরও ৫ শতাংশ পড়ে য়ায়। এর ফলে ব্যাপক প্রভাব পড়েছে বাজারের উপর। বুধবার প্রায় একশো পয়েন্ট নেমেছিল নিফটি। এ দিনও পতন অব্যাহত বাজারের। ইতিমধ্যেই প্রায় একশো পয়েন্ট নেমেছে সেনসেক্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement