সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্য, পাকিস্তানি সাংবাদিককে জেরা করতে চান গোয়েন্দারা

সুনন্দা পুষ্করের রহস্য মৃত্যুর ঘটনায় এ বার পাকিস্তানি সাংবাদিক মেহর তারারকে জেরা করতে চায় দিল্লি পুলিশ। সুনন্দার রহস্য মৃত্যুর তদন্তে সাহায্য করতে পুলিশকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিলেও মেহর কিন্তু ভারতে আসতে নারাজ। তাঁকে জেরা করতে হলে তদন্তকারীদের পাকিস্তানে তাঁর শহরে যেতে হবে বলে জানিয়েছেন মেহর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৫ ১৮:২৮
Share:

সুনন্দা পুষ্করের রহস্য মৃত্যুর ঘটনায় এ বার পাকিস্তানি সাংবাদিক মেহর তারারকে জেরা করতে চায় দিল্লি পুলিশ। সুনন্দার রহস্য মৃত্যুর তদন্তে সাহায্য করতে পুলিশকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিলেও মেহর কিন্তু ভারতে আসতে নারাজ। তাঁকে জেরা করতে হলে তদন্তকারীদের পাকিস্তানে তাঁর শহরে যেতে হবে বলে জানিয়েছেন মেহর।

Advertisement

২০১৪ সালের ১৭ জানুয়ারি প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী শশী তারুরের স্ত্রী সুনন্দা পুষ্করকে দক্ষিণ দিল্লির একটি পাঁচতারা হোটেলের ঘরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তদন্তকারীরা জানতে পারেন, বিষক্রিয়াতেই তাঁর মৃত্যু হয়েছে। তবে কী ভাবে এবং কী কারণে এমন ঘটনা ঘটেছিল কিংবা বিষের প্রকৃতি সম্বন্ধে তদন্তকারীরা এখনও ধোঁয়াশায় রয়েছেন।

গোয়েন্দা সূত্রের খবর, এই বিষয়ে সুনন্দার স্বামী শশী তারুরকেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে তাঁকে আরও এক বার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে। তবে মৃত্যু-রহস্যের কোনও কিনারা হয়নি। মারা যাওয়ার আগের দিন সুনন্দার সঙ্গে পাকিস্তানি ওই সাংবাদিকের ঝামেলা হয়েছিল। সেই কারণে পাকিস্তানি সাংবাদিককে জেরা করতে চান তদন্তকারীরা। ওই সাংবাদিক মেহের তারার তদন্তে অনেকটা সাহায্য করতে পারেন বলে তদন্তকারীদের অনুমান। দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসি বলেন, “মেহর মৃত্যু রহস্যে আলোকপাত করতে পারেন, যা তদন্তকারীদের কিনারায় পৌঁছতে সাহায্য করবে।” তিনি জানান, সুনন্দার ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কী ধরনের বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে রিপোর্টে তা স্পষ্ট হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement