এ যেন চোরের উপর বাটপাড়ি!
প্রথমে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার দুই তথ্যপ্রযুক্তি কর্মী সেখানকার বিদেশি গ্রাহকদের সব তথ্য সংগ্রহ করে অন্য একটি বিপিও সংস্থাকে কমিশনের বিনিময়ে সরবরাহ করত। এর পরে সেই বিপিও সংস্থা বিদেশি গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। তদন্তে নেমে বিধাননগর পুলিশ মোট সাত জনকে গ্রেফতার করে। ধৃতদের বুধবার বিধাননগর এসিজেএম আদালতে তোলা হলে চার জনকে পুলিশি এবং তিন জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, পাঁচ নম্বর সেক্টরের একটি সংস্থার তরফে দীপক অগ্রবাল গত এপ্রিল মাসে একটি অভিযোগ দায়ের করেন বিধাননগর পূর্ব থানায়। অভিযোগে তিনি জানান, ওই সংস্থার বিদেশি গ্রাহকদের তথ্য চুরি করে কেউ বা কারা তাঁদের সুনাম নষ্ট করেছে এবং সেই সব গ্রাহকদের ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে।
তদন্তে নেমে বিধাননগর পুলিশ সল্টলেকের সিজি ব্লকে একটি বিপিও সংস্থার খোঁজ পায়। সেখানকার কয়েক জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, অভিযোগকারী সংস্থারই দুই কর্মী নদিম আলম ও কারজাল কমিশনের বিনিময়ে ওই সংস্থার বিদেশি গ্রাহকদের তথ্য সরবরাহ করে। এর পরে ওই দুই ব্যক্তির কর্মকাণ্ডের উপর নজরদারি শুরু করেন তদন্তকারীরা। তাতেই লোক ঠকানোর প্রক্রিয়া সম্পর্কে ধারণা স্পষ্ট হয় তদন্তকারীদের। ওই দুই ব্যক্তি ছাড়া অভিযুক্ত সংস্থার মালিক নবীন শর্মা-সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।