হায়দরাবাদ আদালতে হাজিরার জন্য গাড়ি থেকে নামছেন রামলিঙ্গ। ছবি: এপি।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দেশের অন্যতম বৃহৎ আর্থিক কেলেঙ্কারি মামলায় কম্পিউটার সংস্থা সত্যম-এর প্রধান রামলিঙ্গ রাজু-সহ দশ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৭ বছর কারাদণ্ডের নির্দেশ দিল হায়দরাবাদের এক বিশেষ আদালত। বৃহস্পতিবার বিশেষ আদালত এই মামলার রায় দেয়। পাশাপাশি, রাজুর পাঁচ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।
২০০৯ সালের জানুয়ারিতে কম্পিউটার সংস্থা সত্যমের নকল ব্যাঙ্ক নথি তৈরি করে জালিয়াতির ঘটনায় দেশ জুড়ে তোলপাড় হয়। এই কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পর অন্ধ্র পুলিশ সংস্থার প্রধান রামলিঙ্গ রাজু-সহ দশ জনকে গ্রেফতার করে। পরে ২০০৯-এর ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মামলাটির তদন্তভার গ্রহণ করে। ২২৬ জন সাক্ষী এবং তিন হাজার নথি খতিয়ে দেখার পর সিবিআই এই মামলায় আদালতের কাছে তিনটি চার্জশিট পেশ করে। রামলিঙ্গ রাজু-সহ সংস্থার দশ জনের বিরুদ্ধে নকল নথি বানিয়ে ৭০০০ কোটি টাকার জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। ছয় বছর ধরে এই দুর্নীতির মামলা চলছিল।
সূত্রের খবর, এই দুর্নীতিতে সত্যমের শেয়ার হোল্ডারদের ১৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছিল। তদন্ত চলাকালীন রামলিঙ্গ ছাড়াও তাঁর ভাই (সংস্থার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর) রামা রাজু-সহ দশ জনকে গ্রেফতার করা হয়। পরে সকলেই জামিনে মুক্তি পান। রামলিঙ্গ ইতিমধ্যেই ৩২ মাস জেল হেফাজতে ছিলেন। পরে তিনি অপরাধের কথা স্বীকার করে নেন। তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তিনি বিচারকের কাছে লঘু সাজার আবেদন জানিয়েছিলেন।