দুর্গাপুরে প্রতিবাদী হত্যায় ধৃত আরও ১, ভাঙচুর জুয়ার ঠেকে

প্রতিবাদী দিনমজুরের মৃত্যুর ঘটনায় অন্য অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রমজান আলি। বৃহস্পতিবার তাকে নইমনগর এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত ভূষণ পাসোয়ান নামে এক অভিযুক্তকে পুলিশ বুধবার রাতেই গ্রেফতার করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৫ ১৭:১২
Share:

খুন হয়ে যাওয়া প্রতিবাদী মানিক পাল। —নিজস্ব চিত্র।

প্রতিবাদী দিনমজুরের মৃত্যুর ঘটনায় অন্য অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রমজান আলি। বৃহস্পতিবার তাকে নইমনগর এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত ভূষণ পাসোয়ান নামে এক অভিযুক্তকে পুলিশ বুধবার রাতেই গ্রেফতার করেছিল।

Advertisement

দুর্গাপুরের নতুনপল্লি শন্তিনগরের একটি মন্দিরের পাশে জুয়ার ঠেক থেকে ভেসে আসা গালিগালাজের প্রতিবাদ করায় খুন হয়েছিলেন মানিক পাল (৪৫) নামে মাঝবয়সী এক ব্যক্তি।

পুলিশ সূত্রের খবর, ওই দিন সকালে মানিকবাবু মন্দিরের পাশে নর্দমা পরিষ্কার করছিলেন। তখনই পাশের জুয়ার ঠেকে ভূষণ পাসোয়ান এবং রমজান আলিকে গালিগালাজ করতে শোনেন তিনি। প্রতিবাদ করায় প্রথমে ইট ছুড়ে এবং পরে লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে হাসপাতালে নিয়ে গেলে মানিকবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা।

Advertisement

ঘটনায় ক্ষুব্ধ প্রতিবেশীরা এ দিন মন্দিরের পাশে ওই জুয়ার ঠেকটি ভেঙে দেন। প্রতিবেশী মহিলারা ঠেকের টিনের ছাউনি, চারপাশের বাঁশের বেড়া উপড়ে ফেলেন। তাঁরা বলেন, বছর দুয়েক ধরেই এই ঠেক চলছে। বার বার এই বিষয়ে প্রশাসনকে জানানো হলেও সমস্যার প্রতিকার হয়নি। কিন্তু মানিক পালের মৃত্যুর পর আর নিশ্চিন্ত হয়ে থাকতে পারছেন না তাঁরা। আতঙ্কে তাঁদের সময় কাটছে। সেই জন্যই জুয়ার ঠেক ভেঙে ফেলার পাশাপাশি প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন তাঁরা।

পুলিশ অবশ্য প্রতিবেশীদের এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, খবর পেলেই জুয়ার ঠেকে তল্লাশি চালানো হয়। এ বারেও উচিত্ পদক্ষেপ নিতে প্রশাসন পিছ-পা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement