অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি— মঙ্গলবার দলের মুখপাত্র রেডহিল্স বাবা এ কথা জানান। অস্ট্রেলিয়া সফরের আগে চোটের কারণে প্রথম টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল ধোনিকে। পরিবর্তে বিরাট কোহলিকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। তবে ১২ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ধোনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছিল বিসিসিআই। ডাউন আন্ডার-এ সফরের আগে ভারতীয় অধিনায়কের চোটের কারণে সরে যাওয়ার সিদ্ধান্ত সমালোচিত হয়েছিল অস্ট্রেলীয় মিডিয়ায়। বোর্ড সূত্রেও জানানো হয়েছিল, আঙুলে চোটের কারণে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলবেন না ধোনি। তাই তাঁকে বাদ দিয়েই ১৯ জনের দল তৈরি করা হয় প্রথম টেস্টের জন্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজেও সেই একই কারণে ধোনিকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী প্রথম টেস্টটি ৪ ডিসেম্বর ব্রিসবেনে হওয়ার কথা ছিল। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর পর প্রথম টেস্ট নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়। শোকস্তব্ধ অস্ট্রেলীয় ক্রিকেটারদের কয়েক জন এই আকস্মিক ঘটনায় মানসিক ভাবে ‘বিধ্বস্ত’ হয়ে পড়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও প্রথম টেস্ট নিয়ে দোটানায় পড়ে। শেষ পর্যন্ত ব্রিসবেন টেস্ট পিছিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে আগামী ৯ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।