পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল খড়্গপুর আইআইটি-র এক পড়ুয়ার। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের নয়াগ্রামে। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম চন্দন সুমনথ এম (২৩)। হায়দরাবাদের বাসিন্দা চন্দন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ দিন নয়াগ্রামের সুবর্ণরেখা নদী থেকে চন্দনের দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবারই তৃতীয় বর্ষের ফাইনাল সেমেস্টার শেষ হয়েছে। পরীক্ষা শেষের ছুটিতে বুধবার গভীর রাতে দু’টি গাড়িতে চন্দন-সহ ১২ জন বন্ধু ঝাড়গ্রামে ঘুরতে এসেছিলেন। সুবর্ণরেখা নদীতে স্নান করার সময় কোনও ভাবে তলিয়ে যান চন্দন। পরে স্থানীয়েরা তাঁর বন্ধুদের চিৎকার শুনে ঘটনাস্থলে যান। খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এর আগেও বেশ কয়েক বার তাঁরা ঝাড়গ্রামে ঘুরতে এসেছেন। তবে এ দিন নদীতে জল কম থাকা সত্ত্বেও কী ভাবে চন্দন তলিয়ে গেলেন তা নিয়ে ধন্দ রয়েছে। এ দিন বিকেল পর্যন্ত মৃত ছাত্রের পরিবারের তরফ থেকে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।