গরম থেকে বাঁচতে। হায়দরাবাদে। ছবি: এএফপি।
গত কয়েক দিন ধরে চলা তাপপ্রবাহে অন্ধ্রপ্রদেশে ও তেলঙ্গানায় মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে অন্ধ্রপ্রেদেশেই সান-স্ট্রোকে মৃত্যু হয়েছে ৫৫১ জনের। রাজ্য প্রশাসন সূত্রে খবর, গুন্টুরে ১০৪, পূর্ব গোদাবরীতে ৯০, ভিজিয়ানাগ্রামে ৮৪, বিশাখাপত্তনমে ৬১ এবং প্রকাশম জেলায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। তেলঙ্গানায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫।
এই দুই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করছে। আবহাওয়া দফতর থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তেলঙ্গানার আদিলাবাদ, খাম্মাম, নালগোন্ডা এবং করিমনগর জেলায়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সমস্ত জেলা প্রশাসনকে এ বিষয়ে বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, রাজ্যবাসীকে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরনোর আর্জি জানিয়েছেন। অন্ধ্রপ্রেদেশে তাপমাত্রার পারদ ৪৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে।
দিল্লিতেও তাপমাত্রার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। সোমবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরসুমের উষ্ণতম দিন।
ওড়িশাতেও সান-স্ট্রোকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের। ওই রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়েছে। গত দশ বছরের মধ্যে যা সর্বোচ্চ। রাজ্যের আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪-৫ দিন তাপমাত্রা আরও বাড়বে।