রোমিং চার্জ তুলে দিল বিএসএনএল

গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল বিএসএনএল। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ঘোষণা করেন, আগামী ১৫ জুন থেকে রোমিং চার্জ দিতে হবে না বিএসএনএল-এর গ্রাহকদের। কোনও বর্ধিত মূল্য ছাড়াই এ বার থেকে তাঁরা দেশের যে কোনও প্রান্ত থেকে কথা বলতে পারেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ১৩:১৭
Share:

গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল বিএসএনএল। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ঘোষণা করেন, আগামী ১৫ জুন থেকে রোমিং চার্জ দিতে হবে না বিএসএনএল-এর গ্রাহকদের। কোনও বর্ধিত মূল্য ছাড়াই এ বার থেকে তাঁরা দেশের যে কোনও প্রান্ত থেকে কথা বলতে পারেন।

Advertisement

ল্যান্ডলাইন পরিষেবাকে আরও উজ্জীবিত করে তুলতে গত মাসেই ‘আনলিমিটেড ফ্রি’ কলের সুবিধা চালু করেছিল সংস্থাটি। মোবাইল ফোন পরিষেবাকেও সেই আওতায় আনা হয়। গত ১মে থেকে এই সুবিধাটি কার্যকর করে বিএসএনএল। গ্রাহকদের সামনে নতুন নতুন সুবিধা আনার ক্ষেত্রেও বেসরকারি সংস্থাগুলির থেকে পিছিয়ে পড়ছিল সংস্থাটি। প্রতিযোগিতায় টিকে থাকতে এ বার আরও এক ধাপ এগিয়ে রোমিং চার্জ তুলে দিল সংস্থাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement