ফিফার সিংহাসনে বসতে আগ্রহী জিকো

সেপ ব্লাটারের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ফিফা প্রেসিডেন্ট পদে লড়াইয়ে নামার আগ্রহ দেখালেন জিকো। ব্রাজিলীয় কিংবদন্তি বুধবার জানিয়েছেন, দুর্নীতির অভিযোগে পর্যুদস্ত ফুটবলের বিশ্ব সংস্থার হাল ধরতে তিনি আগ্রহী। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা ৬২ বছরের জিকো নিজের ফেসবুকে ফিফা প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন, ‘‘ফুটবলই আমার জীবন। ছোটবেলা থেকেই এই খেলাটাকে ঘিরে আমার আবেগ তীব্র। শুধু ব্রাজিলেই বিশ্বের অন্য প্রান্তেও ফুটবলের প্রসারে মন দিয়ে কাজ করেছি। তাই ফিফার হাল ধরার কথা ভাবব না-ই বা কেন?’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ১৮:৫০
Share:

—ফাইল চিত্র।

সেপ ব্লাটারের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ফিফা প্রেসিডেন্ট পদে লড়াইয়ে নামার আগ্রহ দেখালেন জিকো।

Advertisement

ব্রাজিলীয় কিংবদন্তি বুধবার জানিয়েছেন, দুর্নীতির অভিযোগে পর্যুদস্ত ফুটবলের বিশ্ব সংস্থার হাল ধরতে তিনি আগ্রহী। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা ৬২ বছরের জিকো নিজের ফেসবুকে ফিফা প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন, ‘‘ফুটবলই আমার জীবন। ছোটবেলা থেকেই এই খেলাটাকে ঘিরে আমার আবেগ তীব্র। শুধু ব্রাজিলেই বিশ্বের অন্য প্রান্তেও ফুটবলের প্রসারে মন দিয়ে কাজ করেছি। তাই ফিফার হাল ধরার কথা ভাবব না-ই বা কেন?’’

ব্লাটার নিজে সরে দাঁড়ানোর পর জিকোকে প্রার্থী করার ব্যাপারে এখনও পর্যন্ত ফুটবল বিশ্বে আর কেউ তেমন আগ্রহ না দেখালেও তাতে দমছেন না আইএসএলে এফসি গোয়ার কোচ। বরং লিখেছেন, ‘‘আমার মনে হয় না এ নিয়ে রাজনীতি হবে। ফুটবল সবসময়েই রাজনীতির আগে। আমি জানি আমার পাশে এখনও সমর্থন নেই। ভোটগ্রহণের প্রক্রিয়া যদি ঠিকঠাক হয়, তা হলে আমার নির্বাচন লড়ায় কোনও সমস্যা থাকবে বলে মনে হয় না।’’ তবে বিষয়টা এখনও প্রাথমিক ভাবনার স্তরে আছে বলেও লিখেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement