অভিজিতের পর ঢাকায় খুন আরও এক ব্লগার

অভিজিত্ হত্যার এক মাস না কাটতেই ফের রক্তাক্ত বাংলাদেশ। সন্দেহভাজন মৌলবাদীদের হামলায় এ বার খুন হলেন ওয়াশিকুর রহমান (২৭) নামে এক ব্লগ-লেখক। সোমবার সকাল ১০টা নাগাদ রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে ওয়াশিকুরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৫ ১৭:৪৬
Share:

অভিজিত্ হত্যার এক মাস না কাটতেই ফের রক্তাক্ত বাংলাদেশ। সন্দেহভাজন মৌলবাদীদের হামলায় এ বার খুন হলেন ওয়াশিকুর রহমান (২৭) নামে এক ব্লগ-লেখক। সোমবার সকাল ১০টা নাগাদ রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে ওয়াশিকুরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গত ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলার বাইরে টিএসসি চত্বরে আক্রান্ত হন সস্ত্রীক অভিজিত্ রায়। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁদের। পরে হাসপাতালে মারা যান লেখক ও ব্লগার অভিজিত্। ঘটনায় গুরুতর আহত হন তাঁর স্ত্রী। এর আগে শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ও ব্লগার রাজীব আহমেদকে ২০১৩-তে কুপিয়ে খুন করেছিল দুষ্কৃতীরা। ২০০৪-এ অভিজিতের মতোই একই ভাবে মৌলবাদীদের হামলার শিকার হন লেখক হুমায়ুন আজাদ।

এ দিন তেজগাঁও থানার এসআই হুমায়ুন কবির জানান, রক্তাক্ত অবস্থায় ওয়াশিকুরের দেহ উদ্ধার করা হয়। তাঁর থুতনি ও গলায় একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি জানান, ময়নাতদন্তের জন্য ওয়াশিকুরের দেহ ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, হামলার পরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছিল ধৃতেরা।

Advertisement

সোশ্যাল মিডিয়ার এক নিয়মিত লেখক বলেন, “ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে কলম ধরেছিলেন ওয়াশিকুর।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement