দোকানের সামনে জটলা করছিলেন এক দল যুবক। সেখান থেকে তাদের সরে দাঁড়াতে বলেছিলেন দোকানের মালিক। আর তাতেই মাথায় রক্ত চড়ে যায় ওই যুবকদের। শুরু হয় দোকান ভাঙচুর এবং মালিককে বেধরক মারধর। যুবকদের মারের চোটে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দোকানমালিক বাচ্চু শর্মা। বুধবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে কালীঘাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাচ্চুবাবুর মাথায় ঠাণ্ডা পানীয়র খালি বোতল দিয়ে আঘাত করে। দোকানের মধ্যে বোমাও ছোড়ে। এরপর বাচ্চুবাবুর পরিবারের তরফ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে হামলাকারীরা ভবানীপুর এবং কালীঘাট এলাকার বাসিন্দা। হামলার অভিযোগে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ভিকি, রাজেশ, শঙ্কর, কুদ্দুস, এবং জাহির নামে পাঁচ যুবক রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তদের কয়েক জন স্থানীয় পুলিশ আবাসন এবং হাসপাতালের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, ধৃতদের মধ্যে ভিকির দাপট ভবানীপুর এলাকায় সবচেয়ে বেশি। ধৃতরা প্রত্যেকেই এলাকায় ‘ভিকি বাহিনী’-র সদস্য হিসেবে পরিচিত। বাসিন্দাদের অভিযোগ, রাত দশটার পর থেকে এরা দল বেধে ভবানীপুর এলাকার বিভিন্ন রাস্তায় গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ায়। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযোগ করেন, এই হামলাকারী সকলেই শাসক দলের আশ্রিত।