West Bengal Public Service Commission

রাজ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি কবে? জেনে নিন

কমিশন জানিয়েছে এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তিটি আগামী ১৬ নভেম্বরের কমিশনের ওয়েবসাইট-https://wbpsc.gov.in/-এ প্রকাশ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ২১:৩৭
Share:

রাজ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ সংগৃহীত ছবি

বুধবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ইঙ্গিতবাহী বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স-এর জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।

Advertisement

কমিশন জানিয়েছে এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তিটি আগামী ১৬ নভেম্বরের কমিশনের ওয়েবসাইট-https://wbpsc.gov.in/-এ প্রকাশ করা হবে। সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষাটি এর পর কমিশনের তরফে আয়োজন করা হবে।

কমিশনের ওয়েবসাইট-https://wbpsc.gov.in/-এ গিয়ে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন বিজ্ঞপ্তি প্রকাশের পর। পুরো প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন হবে। তবে আবেদনপত্র পূরণের আগে প্রার্থীদের 'ওয়ান টাইম রেজিস্ট্রেশন' প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। যাঁরা ইতিমধ্যেই কমিশনের ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করে ফেলেছেন , তাঁদের আর রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement