পাবলিক সার্ভিস কমিশন। প্রতীকী ছবি।
রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গ পিএসসি-এর অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছ। এক নজরে জেনে নিন বিস্তারিত।
অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ: ২৫টি। নতুন ২৩টি এবং ২টি ব্যাকলগের জন্য।
মূল পরীক্ষা কলকাতায় সংঘটিত হবে।
আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএ, এমবিএ বা পিজিডিএম ডিগ্রি থাকতে হবে। অথবা, ফিন্যান্সে স্নাতকোত্তর থাকলেও আবেদন করা যাবে।
বয়ঃসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুয়ায়ী আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ছাড় রয়েছে।
বেতন: মাসিক প্রায় ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ২১০ টাকা। এসটি, এসসি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য কোন টাকা দিতে হবে না।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ৪ জানুয়ারি ২০২২ দুপুর ৩টে পর্যন্ত।
পিএসসি-র https://wbpsc.gov.in/ এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।