লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা সহকারী গ্রন্থাগারিক। প্রতীকী ছবি।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বিধানসভার সচিবালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা সহকারী গ্রন্থাগারিক পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন-এর সরকারি ওয়েবসাইট https://wbpsc.gov.in/বা https://wbpsc.gov.in/Download?param1=Cur_20221203123055_ADVT14-2022.pdf¶m2=advertisement-লিঙ্কে সরাসরি গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।
এই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে এ বার সংক্ষেপে দেখে নেওয়া যাক।
পদ: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা সহকারী গ্রন্থাগারিক।
বিভাগ: বিধানসভার সচিবালয়।
শূন্য আসন: ৫টি। এর মধ্যে ২টি আসন এসসি প্রার্থীদের এবং ১ টি আসনে ওবিসি বি ক্যাটেগরিভুক্ত প্রার্থীকে নিয়োগ করা হবে।
অত্যাবশ্যকীয় যোগ্যতা: আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনোর ডিগ্রি থাকতে হবে, লাইব্রেরি সায়েন্স বিষয়ের উপর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে লাইব্রেরি সফটঅয়্যার চালনার ব্যাপারেও জ্ঞান থাকতে হবে।
কাঙ্ক্ষিত যোগ্যতা: আবেদনকারীদের কোনও সরকারি বা বিখ্যাত গ্রন্থাগারে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়ঃসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ৩৯ বছরের বেশি হওয়া চলবে না।
আবেদনমূল্য: এই পদে আবেদন জানাতে হলে প্রার্থীদের ১৬০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। এসসি,এসটি ও পিডাব্লিউডি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের এই পদে আবেদন জানাতে হলে কোনও টাকা জমা দিতে হবে না।
আবেদন প্রক্রিয়া: চাকরিপ্রার্থীরা অনলাইন মাধ্যমেই এই পদে আবেদন জানাতে পারবেন। আবেদন জমা দেওয়া যাবে ৬ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর দুপুর ৩টে পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া: আবেদনকারীদের একটি ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতা যাচাই করে এই পদের জন্য নির্বাচিত করা হবে। তবে এই পদের জন্য অনেক বেশি আবেদনপত্র জমা পড়লে ইন্টারভিউয়ের আগে একটি স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে আবেদনকারীদের।