WBCHSE Class 12th Result 2023

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ বুধবার, কখন, কোথায়, কী ভাবে জানবেন রেজাল্ট?

বুধবার দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওই সাংবাদিক বৈঠক থেকেই ফল ঘোষণা করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২৩ ১৩:২৪
Share:

বুধবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। প্রতীকী ছবি।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে বুধবার। দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওই সাংবাদিক বৈঠক থেকেই ফল ঘোষণা করা হবে। দুপুর সাড়ে ১২টা থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisement

চলতি বছরে গত ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার, যা গত বারের তুলনায় ১ লক্ষ ৭ হাজার বেশি।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। আনন্দবাজার অনলাইনের ওয়েবসাইট ( www.anandabazar.com) মারফত ফল জানা যাবে।

এছাড়াও http://wbresults.nic.in/ , www.results.shiksha ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। রোল নম্বরের সাহায্যে ওয়েবসাইট মারফত ফল জানা যাবে।

WBCHSE Results 2023 অ্যাপ থেকেও ফল জানা যাবে। গুগ্‌ল প্লে স্টোর থেকে ওই অ্যাপ ডাউনলোড করা যাবে।

(এই প্রতিবেদন প্রথম প্রকাশের সময় এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ২৭ মার্চের বদলে ২৭ এপ্রিল লেখা হয়েছিল। গোচরে আসার সঙ্গে সঙ্গেই ভ্রম সংশোধন করা হয়েছে। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement