WBBPE

ডিএলএড-উত্তীর্ণদের জন্য প্রথম বার সমাবর্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের

২০১৯-২১, ২০২০-২২ এবং ২০২১-২৩ সালের স্নাতকদের এই সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত করা হবে। কবে এবং কোথায় এই অনুষ্ঠান হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে ডিসেম্বরের মধ্যে এই অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছে পর্ষদ।

Advertisement

অরুণাভ ঘোষ

কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৩
Share:

সংগৃহীত চিত্র।

ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড)-এ স্নাতকদের জন্য সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। প্রথম বার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এমন উদ্যোগ। ডিএলএড প্রোগ্রামের অধীনে প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের দু’বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক হয়েছে এনসিটি গাইডলাইন অনুযায়ী।

Advertisement

২০১৯-২১, ২০২০-২২ এবং ২০২১-২৩ সালের স্নাতকদের এই সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত করা হবে। কবে এবং কোথায় এই অনুষ্ঠান হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে ডিসেম্বরের মধ্যে এই অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছে পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, "এত দিন পর্যন্ত সমাবর্তন ছাড়াই সার্টিফিকেট প্রদান করা হত। আমরা সেই ভাবনার পরিবর্তন করতে চাই। তাই এই ধরনের অনুষ্ঠানের আয়োজনে উদ্যোগী হয়েছি।"

Advertisement

ইতিমধ্যে এই অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্তকরণের কাজ শুরু করেছে পর্ষদ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রায় ১ লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এতে অংশগ্রহণ করবেন। নাম নথিভুক্তকরণের কাজ শেষ হওয়ার পরে মোট অংশগ্রহণকারীর সংখ্যা জানা যাবে। ডিএলএড-উত্তীর্ণ সমস্ত সফল প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। অন্য কোন‌ও ভাবেই তা করা যাবে না। নাম নথিভুক্তকরণের শেষ তারিখ ২৫ অক্টোবর। অন্যান্য জায়গায় এর জন্য টাকা নেওয়া হলেও পর্ষদের তরফ থেকে এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের ৫০০ টাকার ফি মকুব করে দেওয়া হচ্ছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনে ডিএলএড প্রশিক্ষণ দেওয়া হয় ৬৫৭টি কলেজে। আসন সংখ্যা রয়েছে ৪৪,১০০ মতো। ২০০২ সাল থেকে এই প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করেছে পর্ষদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement