HS Bootstrap Program

একাদশে রসায়ন-পদার্থবিদ্যা, না কি কৃত্রিম মেধা? বিজ্ঞাননির্ভর বিষয় নির্বাচনে বিশেষ কর্মসূচি

উচ্চ মাধ্যমিকের পঠনপাঠনের ধরন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রমে কী কী থাকবে, সেই সবটাই বিশেষ ওয়ার্ম-আপ কোর্সের মাধ্যমে শেখানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৩:১৭
Share:
Madhyamik Exam 2025.

নিজস্ব চিত্র।

মাধ্যমিকের পর বিজ্ঞান শাখার বিষয় নিয়ে পড়তে আগ্রহীদের জন্য বিশেষ কর্মশালা করাবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত বিজ্ঞান ও কম্পিউটারের প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচির ক্লাস করার সুযোগ পাবে চলতি বছরের মাধ্যমিকের পরীক্ষার্থীরা।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, রাশিবিজ্ঞান— এই সমস্ত বিষয়গুলির পাঠ্যক্রম সম্পর্কে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে।

একই সঙ্গে, নতুন যে বিষয়গুলি একাদশ এবং দ্বাদশের পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে, সেগুলি নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে কোন কোন ক্ষেত্রে কী কী পেশা বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে, সেই সম্পর্কিত কর্মশালাও চলবে। উচ্চশিক্ষায় কেন পড়ুয়াদের ডেটা সায়েন্স, কৃত্রিম মেধার মতো বিজ্ঞানভিত্তিক বিষয় বাছাই করা প্রয়োজন, তা নিয়েও আলোচনা করবেন বিশেষজ্ঞরা।

Advertisement

এই কর্মশালা এবং বিষয়ভিত্তিক ক্লাস হাইব্রিড মোডে নেওয়া হবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার পড়ুয়াদের অফলাইনে এবং অন্যান্য জেলার ক্ষেত্রে অনলাইনে ক্লাস করার সুযোগ থাকবে। বিভিন্ন সমীক্ষা থেকে জানা গিয়েছে, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানভিত্তিক বিষয়ে পঠনপাঠনের প্রতি আগ্রহ হারায়। সেই আগ্রহ বৃদ্ধি করতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই উদ্যোগ। এই বিশেষ ওয়ার্ম-আপ কোর্সের ক্লাস শুরু হবে সকাল সাড়ে ১১টা থেকে, চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত।

৪ মার্চ থেকে অনলাইনে একটি ফর্ম পূরণ করে আগ্রহী পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন। প্রতিটি বিষয়ে অনলাইনে ক্লাসের জন্য ৫০ টাকা এবং অফলাইন ক্লাসের জন্য ১০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি হিসাবে জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে বৈধ ইমেল আইডি থাকা বাধ্যতামূলক। ওই আইডিতেই অংশগ্রহণকারীদের শংসাপত্র পাঠানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement