WBJEE

আগামীকাল থেকে শুরু হচ্ছে ডব্লিউবিজেইই আবেদন প্রক্রিয়া

স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, বিভিন্ন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি অ্যান্ড আর্কিটেকচার বিষয় নিয়ে পড়ার জন্য ডব্লিউবিজেইই পরীক্ষা দিতে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১৮:০৫
Share:

ডব্লিউবিজেইই । প্রতীকী ছবি।

২০২৩-এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর থেকে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনস বোর্ডের (ডব্লিউবিজেইইবি)-এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা জেইই-এর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

Advertisement

সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ৫০০টাকা এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি এ, ওবিসি বি প্রার্থীদের জন্য ৪০০টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে।

একনজরে দেখে নিন কী ভাবে আবেদন করবেন:

Advertisement

প্রথমে প্রার্থীদের wbjeeb.nic.in ওয়েবসাইটে যেতে হবে ।

মেল আইডি এবং ফোন নম্বর দিয়ে ‘সাইন আপ’ করতে হবে।

রেজিস্ট্রেশনের তথ্য দিয়ে আবেদনপত্রটি পূর্ণ করতে হবে।

ছবি, সই-সহ প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনপত্রের জন্য বরাদ্দ টাকা জমা দিতে হবে।

সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর, ‘সাবমিট’ করতে হবে। পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্রটি ডাউনলোড করে রেখে দিতে পারেন।

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার গুরুত্বপূর্ণ দিনগুলি আলোচনা করা হল:

২০২৩ ডব্লিউবিজেইই-এর আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ ডিসেম্বর ২০২২ থেকে ২০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।

অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি সংশোধন করে জমা দেওয়া যাবে ২২ থেকে ২৪ জানুয়ারির মধ্যে।

ডব্লিউবিজেইই-এর অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ২০২৩-এর ২০ এপ্রিল। এবং পরীক্ষা হতে পারে ২০২৩-এর ৩০ এপ্রিল।

বিভিন্ন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, ফার্মাসি অ্যান্ড আর্কিটেকচার বিষয় নিয়ে পড়ার জন্য ডব্লিউবিজেইই পরীক্ষা দিতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement