ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ফল। প্রতীকী ছবি।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)সিভিল সার্ভিসের মূল পরীক্ষার রেজাল্টটি খুব শীঘ্রই প্রকাশ করবে। পরীক্ষার্থীরা ইউপিএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://upsc.gov.in/-এ গিয়ে তাঁদের রেজাল্টটি দেখতে পারবেন।
যে পরীক্ষার্থীরা পরীক্ষায় পাশ করবেন তাঁদের নাম ও ক্রমিক সংখ্যা প্রকাশ করবে কমিশন। যাঁরা সিভিল সার্ভিসের মূল পরীক্ষায় পাশ করবেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইউপিএসসি-র লিখিত পরীক্ষাটি গত ১৬,১৭,১৮,২৪ ও ২৫ সেপ্টেম্বর নাগাদ আয়োজিত হয়েছিল।
কী ভাবে রেজাল্ট ডাউনলোড করবেন?
১.পরীক্ষার্থীদের ইউপিএসসি-র সরকারি ওয়েবসাইট-https://upsc.gov.in/-এ যেতে হবে।
২. এর পর 'ওয়াটস নিউ' বিভাগে গিয়ে ‘রিটেন রেজাল্ট-সিভিল সার্ভিসেস মেন এগজামিনেশন, ২০২২’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩. পরীক্ষার্থীরা এ বার স্ক্রিনে দেখতে পাবেন রেজাল্টটি।
৪. এ বার পরীক্ষার্থীরা রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।