এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ। সংগৃহীত ছবি।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-এর পূর্বাঞ্চলীয় সদর দফতর ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ কার্যক্রমের অধীনে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। প্রার্থীদের এই পদগুলিতে ৪ ডিসেম্বরের আগে আবেদন জানাতে হবে।প্রার্থীদের http://www.mhrdnats.gov.in/ ও https://www.apprenticeshipindia.gov.in/-এ গিয়ে আবেদন জানাতে হবে।
যে শিক্ষাগত যোগ্যতার যোগ্য প্রার্থীদের যতগুলি শূন্য আসনে নিযুক্ত করা হবে:
১.সিভিল গ্রাজুয়েট- ৬টি।
২.ইলেকট্রিকাল গ্রাজুয়েট- ৭টি।
৩.ইলেকট্রনিক্স গ্রাজুয়েট- ১৩টি।
৪.কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি গ্রাজুয়েট- ৩টি।
৫.মেকানিক্যাল/অটোমোবাইল গ্রাজুয়েট- ১টি।
৬.সিভিল (ডিপ্লোমা)- ১০টি।
৭.ইলেকট্রিকাল (ডিপ্লোমা)- ১০টি।
৮.ইলেকট্রনিক্স (ডিপ্লোমা)- ২৫টি।
৯.কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি (ডিপ্লোমা)- ১০টি।
১০.মেকানিক্যাল/অটোমোবাইল(ডিপ্লোমা)- ৫টি।
১১.আইটিআই ট্রেড (কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রিক্যাল, মেকানিক, ইলেকট্রনিক্স)- ৩৫টি।
উপরে উল্লিখিত সমস্ত পদে প্রার্থীদের এক বছরের জন্য নিযুক্ত করা হবে। প্রার্থীদের পটনা, ভুবনেশ্বর, রাঁচী, রায়পুর, গয়া, পোর্ট ব্লেয়ার, বাগডোগরা, ঝারসুগুডা, প্যাকিওং, দেওঘর, কাটিহার, কুচবিহার অঞ্চলে নিয়োগ করা হবে।
বেতন কাঠামো: এ ছাড়া,স্নাতক ডিগ্রিধারী শিক্ষানবিশদের মাসিক ১৫০০০ টাকা, টেকনিক্যাল ডিপ্লোমা করা শিক্ষানবিশদের মাসিক ১২০০০ টাকা এবং আইটিআই করা ট্রেড শিক্ষানবিশদের মাসিক ৯০০০ টাকা বেতন দেওয়া হবে।
যোগ্যতা: আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ের উপরোক্ত বিভাগগুলিতে নিয়মিত কোর্সে চার বছরের ডিগ্রি বা তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়া, আইটিআই ট্রেডের জন্য প্রার্থীদের আইটিআই বা এনসিভিটি সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীদের এই সমস্ত কোর্সই এআইসিটিই স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে। এই পদগুলিতে পূর্বাঞ্চলীয় ভারতীয় নাগরিকরাই কেবল আবেদন জানাতে পারবেন।
বয়ঃসীমা: এই পদগুলির জন্য প্রার্থীদের বয়ঃসীমা ২৬ বছরের বেশি হলে চলবে না।
লিখিত পরীক্ষায় পাশ করলে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের পর নথি যাচাই করার পরেই চূড়ান্ত বাছাইতালিকা প্রকাশ করা হবে।