UGC SWAYAM Courses 2023

বুদ্ধিস্ট স্টাডিজ পাঠক্রমে রেজিস্ট্রেশন শুরু করল ইউজিসি, ক্লাস শুরু অগস্ট থেকে

কোর্সগুলি বিনামূল্যে করতে পারবেন পড়ুয়ারা। প্রতি কোর্সে ক্রেডিট নম্বর রয়েছে চার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ১৭:২৩
Share:

ইউজিসি। সংগৃহীত ছবি।

সোমবার, বুদ্ধ পূর্ণিমার দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সচিব মামিডালা জগদেশ কুমার নতুন কোর্সের রেজিস্ট্রেশনের কথা ঘোষণা করেছেন। ‘বুদ্ধিস্ট স্টাডিজ’-এর এই কোর্সগুলি করানো হবে ইউজিসি-র স্বয়ম প্ল্যাটফর্মের মাধ্যমে।

Advertisement

ইউজিসি সচিব জানিয়েছেন, বুদ্ধ পূর্ণিমার দিনটির গুরুত্বের কথা মাথায় রেখেই ‘বুদ্ধিস্ট স্টাডিজ’-এর চারটি কোর্সের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করল ইউজিসি। স্বয়মে যে কোর্সগুলি করানো হয়, সেগুলি হল-হিস্ট্রি অফ ইন্ডিয়ান বুদ্ধিজম (ভারতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাস), বুদ্ধিস্ট ফিলোসফি (বৌদ্ধ দর্শন), অভিদ্ধম্মা (পালি) এবং বুদ্ধিস্ট ট্যুরিজম (বৌদ্ধ পর্যটন)। জগদেশ জানিয়েছেন, শিক্ষার্থীদের থেকে বিপুল সাড়া পেয়ে ‘বুদ্ধিস্ট স্টাডিজ’-এর এই চারটি কোর্সের মধ্যে তিনটি পুনরায় চালু করা হচ্ছে।

কোর্সগুলি বিনামূল্যে করতে পারবেন পড়ুয়ারা। প্রতি কোর্সে ক্রেডিট নম্বর থাকবে চার, যা পড়ুয়ারা ২০২১-এর ইউজিসি স্বয়মের নিয়মবিধি মেনে প্রয়োজন অনুসারে ট্রান্সফার করতে পারবেন। ১৫ সপ্তাহ এবং ৪০ ঘণ্টা সময় ধরে চলবে প্রতিটি কোর্স। কুমার জানিয়েছেন, কোর্সের ক্লাস শুরু হবে ১ অগস্ট থেকে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

Advertisement

প্রসঙ্গত, স্বয়ম প্ল্যাটফর্মে কিছদিন আগেই শুরু হয়েছে 'ইন্ডিয়ান নলেজ সিস্টেম' কোর্সের রেজিস্ট্রেশন প্রক্রিয়াও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement