ইউজিসি। সংগৃহীত ছবি।
সোমবার, বুদ্ধ পূর্ণিমার দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সচিব মামিডালা জগদেশ কুমার নতুন কোর্সের রেজিস্ট্রেশনের কথা ঘোষণা করেছেন। ‘বুদ্ধিস্ট স্টাডিজ’-এর এই কোর্সগুলি করানো হবে ইউজিসি-র স্বয়ম প্ল্যাটফর্মের মাধ্যমে।
ইউজিসি সচিব জানিয়েছেন, বুদ্ধ পূর্ণিমার দিনটির গুরুত্বের কথা মাথায় রেখেই ‘বুদ্ধিস্ট স্টাডিজ’-এর চারটি কোর্সের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করল ইউজিসি। স্বয়মে যে কোর্সগুলি করানো হয়, সেগুলি হল-হিস্ট্রি অফ ইন্ডিয়ান বুদ্ধিজম (ভারতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাস), বুদ্ধিস্ট ফিলোসফি (বৌদ্ধ দর্শন), অভিদ্ধম্মা (পালি) এবং বুদ্ধিস্ট ট্যুরিজম (বৌদ্ধ পর্যটন)। জগদেশ জানিয়েছেন, শিক্ষার্থীদের থেকে বিপুল সাড়া পেয়ে ‘বুদ্ধিস্ট স্টাডিজ’-এর এই চারটি কোর্সের মধ্যে তিনটি পুনরায় চালু করা হচ্ছে।
কোর্সগুলি বিনামূল্যে করতে পারবেন পড়ুয়ারা। প্রতি কোর্সে ক্রেডিট নম্বর থাকবে চার, যা পড়ুয়ারা ২০২১-এর ইউজিসি স্বয়মের নিয়মবিধি মেনে প্রয়োজন অনুসারে ট্রান্সফার করতে পারবেন। ১৫ সপ্তাহ এবং ৪০ ঘণ্টা সময় ধরে চলবে প্রতিটি কোর্স। কুমার জানিয়েছেন, কোর্সের ক্লাস শুরু হবে ১ অগস্ট থেকে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত, স্বয়ম প্ল্যাটফর্মে কিছদিন আগেই শুরু হয়েছে 'ইন্ডিয়ান নলেজ সিস্টেম' কোর্সের রেজিস্ট্রেশন প্রক্রিয়াও।