UGC NET

ইউজিসি নেট-এর বিস্তারিত সিলেবাস ও পরীক্ষার পরিকাঠামো

ইউজিসি নেট-এর ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-এর সম্মিলিত পরীক্ষার দিন ঘোষিত হয়েছে।২০ থেকে ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হবে বলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ ১১:৩৯
Share:

ইউজিসি নেট-এর বিস্তারিত সিলেবাস ও পরীক্ষার পরিকাঠামো সংগৃহীত ছবি

ইউজিসি নেট-এর ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-এর সম্মিলিত পরীক্ষার দিন ঘোষিত হয়েছে। লেকচারশিপ,অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জেআরএফ পদের জন্য যাঁরা আবেদন জানাতে চান,তাঁদের এই পরীক্ষায় বসতে হয়।অতিমারির জন্য বিগত বছরগুলির পরীক্ষার সময়সূচিতে বেশ কিছু রদবদল ঘটে। তাই এই বছরের ইউজিসি নেট-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটি ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-এর সম্মিলিত একটি পরীক্ষা। ২০ থেকে ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হবে বলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। পরীক্ষাটি ৫৪১টি শহরে অনুষ্ঠিত হবে এবং ৮২টি বিষয়ের উপর এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি অনলাইন মাধ্যমে নেওয়া হয়।এখন এই পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে হয়তো অনেকেরই অনেক তথ্য অজানা। তাই এই প্রতিবেদনে পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Advertisement

পরীক্ষার সিলেবাস

এই পরীক্ষায় পরীক্ষার্থীকে দু’টি পেপারে পরীক্ষা দিতে হয়।

Advertisement

প্রথম পেপারের সিলেবাস এই প্রকার—এই পেপারে মোট ১০টি বিষয়ে পরীক্ষার্থীকে প্রস্তুতি হয়। সেগুলি হল:

১.পাঠদান

২.গবেষণার

৩.রিডিং কম্প্রিহেনশন

৪.সংযোগ নির্মাণ

৫.রিজনিং(গণিত সহ )

৬.লজিকাল রিজনিং

৭. ডেটা ইন্টারপ্রিটেশন

৮.তথ্য ও সংযোগ প্রযুক্তি

৯. মানুষ ও পরিবেশ

১০.উচ্চশিক্ষা ব্যবস্থা— শাসনব্যবস্থা, রাজনীতি ও প্রশাসন।

প্রথম পেপারের বিস্তারিত সিলেবাস-

১. টিচিং অ্যাপটিটিউড— শিক্ষণ: ধারণা, উদ্দেশ্য, শিক্ষার স্তর, বৈশিষ্ট্য এবং মৌলিক প্রয়োজনীয়তা। শিক্ষার্থীর বৈশিষ্ট্য: কিশোর এবং প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, স্বতন্ত্রতা ও পার্থক্য।শিক্ষক, শিক্ষার্থী, সহায়ক উপাদান, শিক্ষার পরিবেশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত শিক্ষাকে প্রভাবিত করার কারণগুলি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের পদ্ধতি: শিক্ষক-কেন্দ্রিক বনাম শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতি; অফলাইন বনাম অনলাইন পদ্ধতি (স্বয়ম, স্বয়ংপ্রভ, এমওওসি ইত্যাদি)। শিক্ষক সহায়তা ব্যবস্থা : ঐতিহ্যগত, আধুনিক এবং ICT-ভিত্তিক, ইত্যাদি।

২. রিসার্চ অ্যাপটিটিউড—- গবেষণা: অর্থ, প্রকার এবং বৈশিষ্ট্য, গবেষণার পদ্ধতি: পরীক্ষামূলক, বর্ণনামূলক, ঐতিহাসিক, গুণগত এবং পরিমাণগত পদ্ধতি, গবেষণার ধাপ, থিসিস এবং আর্টিকেল লিখন: রেফারেন্সের ফর্ম্যাট এবং স্টাইল,গবেষণায় আইসিটি প্রয়োগ ইত্যাদি।

৩. কম্প্রিহেনশন

৪.যোগাযোগ: অর্থ, প্রকার এবং যোগাযোগের বৈশিষ্ট্য,কার্যকর যোগাযোগ: মৌখিক এবং অ-মৌখিক, আন্তঃসাংস্কৃতিক এবং গোষ্ঠী যোগাযোগ, শ্রেণীকক্ষ যোগাযোগ, ইত্যাদি।

৫.গাণিতিক যুক্তি এবং যোগ্যতা-যুক্তির প্রকারভেদ,সংখ্যা সিরিজ, বর্ণ সিরিজ, কোড, এবং সম্পর্ক, ইত্যাদি।

৬.যৌক্তিক বিশ্লেষণ— ডিডাক্টিভ এবং ইনডাক্টিভ যুক্তির মূল্যায়ন এবং পার্থক্য করা,ভেন ডায়াগ্রাম ইত্যাদি।

৭.ডেটা ইন্টারপ্রিটেশন— তথ্যের উৎস, অধিগ্রহণ এবং শ্রেণিবিভাগ, পরিমাণগত এবং গুণগত তথ্য ইত্যাদি।

৮.তথ্য ও সংযোগ প্রযুক্তি— সাধারণ সংক্ষিপ্ত রূপ এবং পরিভাষা ইত্যাদি।

৯.মানুষ, উন্নয়ন এবং পরিবেশ-উন্নয়ন এবং পরিবেশ: সহস্রাব্দ উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ইত্যাদি।

১০.উচ্চশিক্ষা ব্যবস্থা— প্রাচীন ভারতে উচ্চ শিক্ষা ও শিক্ষপ্রতিষ্ঠান,স্বাধীনতা পরবর্তী ভারতে উচ্চশিক্ষা ও গবেষণার বিবর্তন ইত্যাদি।

দ্বিতীয় পেপারের সিলেবাস

বিষয়-

১.অর্থনীতি/ গ্রামীণ অর্থনীতি/ সহায়তা/ জনসংখ্যা/ উন্নয়ন পরিকল্পনা/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ যে কোনও ম্যাট্রিক্স/ ফলিত অর্থনীতি/ উন্নয়ন অর্থনীতি/ ব্যবসায়িক অর্থনীতি।

২.রাষ্ট্রবিজ্ঞান

৩.দর্শন

৪.মনস্তত্ত্ব

৫.সমাজবিদ্যা

৬.ইতিহাস

৭.নৃতত্ত্ব

৮.বাণিজ্য

৯.শিক্ষা

১০.সোশ্যাল ওয়ার্ক

১১.ডিফেন্স ও স্ট্র্যাটেজিক স্টাডিজ

১২. গৃহবিজ্ঞান

১৩. জনপ্রশাসন

১৪.পপুলেশন স্টাডিজ

১৫. সঙ্গীত

১৬. ম্যানেজমেন্ট এবং অন্যান্যপরীক্ষার ধরনএই পরীক্ষাটি অনলাইন মাধ্যমে হয়। এছাড়াও অন্যান্য বিষয় এই পেপারে রয়েছে।

দু’টি পেপারেই এমসিকিউ এবং রচনাধর্মী প্রশ্ন থাকে।প্রথম পেপারে ৫০টি প্রশ্ন থাকে ও মোট ১০০ নম্বর থাকে এবং দ্বিতীয় পেপারে ১০০টি প্রশ্ন থাকে ও মোট ২০০ নম্বর থাকে। দু’টি পেপারের পরীক্ষাই ৩ ঘন্টা ধরে চলে। প্রথমটি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় পেপারটি আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্য়ন্ত চলে।

তাই পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে ভাল করে বিষয়গুলি খুঁটিয়ে পড়ে ও পরীক্ষার ধরন দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement