ফলাফল। প্রতীকী ছবি।
স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) তরফ থেকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (সিএইচএসএল)-এর ২০২২ পরীক্ষার দ্বিতীয় স্তরের ফল প্রকাশিত হয়েছে। এসএসসির নিজস্ব ওয়েবসাইট থেকে দেখতে পাবেন ফল। এক নজরে দেখে নিন কী ভাবে ডাউনলোড করবেন ফলাফল।
এসএসসির সিজিএল-এর ফলাফল অনুয়ায়ী ২০২২ এর দ্বিতীয় স্তরে প্রায় ৫৪ হাজার ৩৪১ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে ৪০ হাজার ৯০৮ জন প্রার্থী পরবর্তী ধাপ অর্থাৎ ‘ডেটা এন্ট্রি স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট’-এর জন্য নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে টাইপিংয়ের পরীক্ষা ২০২৩ এর ৬ জানুয়ারি আয়োজিত হবে।