রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়। সংগৃহীত ছবি।
জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে কেন্দ্রীয় মন্ত্রক/ দফতর/ সংস্থায় কর্মী নিয়োগ করে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। এর মধ্যে অন্যতম পরীক্ষা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) এগজাম। প্রতি বছরই দেশের বহু সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেন। তাই পরীক্ষা পাশ করার জন্য প্রয়োজন হয় যথাযথ পরিকল্পনা এবং সঠিক প্রস্তুতি। সেই প্রস্তুতিতে সাহায্যের জন্যই এ বার বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের তরফে চালু করা হচ্ছে অনলাইন কোচিং ক্লাস। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর জন্য অনলাইনেই আবেদন জানাতে হবে আগ্রহীদের।
প্রতিষ্ঠানের প্লেসমেন্ট সেল মহেন্দ্র এডুকেশন প্রাইভেট লিমিটেড নামক বেসরকারি সংস্থার সঙ্গে একযোগে এই কোচিং ক্লাসের আয়োজন করবে। কোর্সটি করতে পারবেন পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়েই। পাঠক্রমে মোট আসনসংখ্যা ৫০ (আনুমানিক)। কোর্সের মেয়াদ পাঁচ মাস।
কোর্সে বিভিন্ন বিষয় পড়াবেন বিষয় বিশেষজ্ঞরা। পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্ট এবং বিভিন্ন শর্টকাট টেকনিক শেখানোর সঙ্গে সঙ্গে নেওয়া হবে ক্লাস টেস্ট, অনলাইন মক টেস্ট এবং ‘ডাউট ক্লিয়ারিং সেশন’ ও। কোর্স মেটিরিয়াল পাওয়া যাবে অনলাইনেই।
পাঠক্রমের ক্লাস শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। প্রতি সপ্তাহে অনলাইন ক্লাস হবে সোম থেকে শুক্রবার। সন্ধে সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। কোর্স ফি ৩০০০ টাকা।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমস্ত নথি-সহ এই কোর্সে আবেদন করতে হবে। কোর্সে ভর্তির শেষ দিন ১৫ সেপ্টেম্বর। পাঠক্রমের বিষয় অন্যান্য তথ্য বিস্তারিত জানার জন্য পড়ুয়াদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।