RailTel

পূর্ব ভারতে রেলটেল কর্পোরেশনে ৬৬টি শূন্যপদে ইঞ্জিনিয়ার নিয়োগ, কী ভাবে আবেদন জানাবেন?

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১৮:২৮
Share:

ইঞ্জিনিয়ার নিয়োগ পূর্ব ভারতে রেলটেল কর্পোরেশনে। সংগৃহীত ছবি।

ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি ক্ষেত্রে রয়েছে কাজের দারুণ সুযোগ! রাষ্ট্রায়ত্ত সংস্থা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চুক্তির ভিত্তিতে সংস্থার পূর্বাঞ্চলীয় শাখার জন্য এই নিয়োগ হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে নিয়োগের আবেদন প্রক্রিয়া।

Advertisement

কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার পদে প্রার্থী নিয়োগ করা হবে সংস্থায়।মোট শূন্যপদ রয়েছে ৬৬টি। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। প্রতি মাসে নিযুক্তরা ৩০,০০০-১,২০,০০ আইডিএ স্কেলে বেতন পাবেন। প্রাথমিক ভাবে ৩ বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হলেও প্রয়োজন অনুসারে এবং কাজের ভিত্তিতে তা পরে বাড়তে পারে।

আবেদন জানানোর জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হতে হবে অথবা ইলেক্ট্রনিক্স বা সম্পর্কিত বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কোনও সরকারি টেলিকম সেক্টরে ২ বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

Advertisement

এই পদে নিয়োগ হবে লিখিত পরীক্ষা/ ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র, সমস্ত প্রয়োজনীয় নথি-সহ সংস্থার নির্দিষ্ট ঠিকানায় আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৮ মার্চ। নিয়োগের শর্তাবলি আরও বিস্তারিত ভাবে জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে যেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement