SSC CGL

এসএসসি সিজিএল পরীক্ষার অস্থায়ী উত্তর সঙ্কেত প্রকাশিত, কী ভাবে দেখবেন?

যদি কোনও উত্তর নিয়ে পরীক্ষার্থীদের কোনও আপত্তি থাকে, সেটি চ্যালেঞ্জ করারও সুযোগ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। কোনও উত্তর সঙ্কেতকে চ্যালেঞ্জ জানানোর সময় পরীক্ষার্থীদের মতে সঠিক উত্তরটিও জানাতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৮:১৮
Share:

এসএসসি সিজিএল পরীক্ষার অস্থায়ী উত্তর সঙ্কেত। প্রতীকী ছবি।

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-এর তরফ থেকে ২০২২ সালের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এগজামিনেশন (সিজিএল)-এর প্রথম স্তরের পরীক্ষার প্রভিশনাল(অস্থায়ী) উত্তর সঙ্কেত প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের উত্তর সঙ্কেতগুলি দেখার জন্য এসএসসি-এর নিজস্ব ওয়েবসাইট-https://ssc.nic.in/-এ যেতে হবে।

Advertisement

ওয়েবসাইটে এসএসসি-এর তরফে অস্থায়ী উত্তর সঙ্কেতগুলির সঙ্গে পরীক্ষার্থীদের উত্তরপত্রগুলিও দেওয়া হয়েছে।

এ বার দেখা যাক উত্তর সঙ্কেতগুলি দেখার জন্য কী করতে হবে:

Advertisement
  • প্রথমে এসএসসি-এর ওয়েবসাইট-ssc.nic.in-এ যেতে হবে।
  • এর পর হোমপেজে 'আনসার কি' ট্যাবে গিয়ে 'আপলোডিং অফ টেনটেটিভ আনসার কিস অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিটস অফ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এগজামিনেশন টায়ার ১,২০২২' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
  • এ বার, একটি লগ ইন পেজ দেখা যাবে যেখানে ইউসার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে।
  • এর পরই, উত্তর সঙ্কেতগুলি স্ক্রিনে দেখতে পারবেন পরীক্ষার্থীরা। তাঁরা সেটি ডাউনলোডও করে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।
  • এ ক্ষেত্রে, যদি কোনও উত্তর নিয়ে পরীক্ষার্থীদের কোনও আপত্তি থাকে, সেটি চ্যালেঞ্জ করারও সুযোগ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

কোনও উত্তর সঙ্কেতকে চ্যালেঞ্জ জানানোর সময় পরীক্ষার্থীদের মতে সঠিক উত্তরটিও জানাতে হবে। এর জন্য চ্যালেঞ্জ জানানো প্রতি উত্তরের ক্ষেত্রে তাঁদের ১০০ টাকা করে দিতে হবে। এই প্রক্রিয়ার জন্য শেষ দিন ধার্য হয়েছে আগামী ২০ ডিসেম্বর বিকেল ৫টা। এই উত্তরগুলি এর পর যাচাই করে চূড়ান্ত উত্তর সঙ্কেত ও ফলাফল ঘোষণা করবে কমিশন।

প্রসঙ্গত, গত ১ থেকে ১৩ ডিসেম্বর দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এসএসসি সিজিএল-এর প্রথম স্তরের পরীক্ষার আয়োজন করে কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement