Ministry of Minority Affairs

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকে চাকরির সুযোগ, আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীরা কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে আগামী ৬ জানুয়ারির মধ্যে এই পদে আবেদন জানাতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৭:৫০
Share:

কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকে চাকরি। প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের বিভিন্ন বিভাগে পরামর্শদাতা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের ওয়েবসাইট-https://www.minorityaffairs.gov.in/- এ গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

Advertisement

এ বার জেনে নেওয়া যাক নিয়োগের প্রক্রিয়ার খুঁটিনাটি।

পদ: পরামর্শদাতা

Advertisement

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

পেশাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীদের সরকারি অফিসে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ই-অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল-এ কাজ করতে জানতে হবে। এ ছাড়া, যাঁরা হিন্দি ভাষায় পারদর্শী, তাঁরা নিয়োগের সময় অগ্রাধিকার পাবেন।

বয়ঃসীমা: প্রার্থীদের বয়স ৫০ বছরের বেশি হওয়া চলবে না।

বেতন কাঠামো: এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ৬০,০০০ টাকা।

কাজের মেয়াদ: প্রার্থীদের প্রাথমিকভাবে এই কাজে ১ বছরের জন্য নিযুক্ত করা হবে। তবে পরবর্তীকালে নিযুক্ত প্রার্থীদের কাজের উপর নির্ভর করে এই সময়সীমা বাড়তেও পারে।

নির্বাচন প্রক্রিয়া: এই পদের জন্য আবেদনপত্রগুলি একটি স্ক্রিনিং কমিটির দ্বারা প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের পর তাঁদের ইন্টারভিউয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থীদের এই পদের জন্য মনোনীত করা হবে।

আবেদন-প্রক্রিয়া: প্রার্থীরা কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে আগামী ৬ জানুয়ারির মধ্যে এই পদে আবেদন জানাতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement