Value-added course at JU

এক দিনের ভ্যালু অ্যাডেড কোর্স যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, নেই কোনও কোর্স ফি

স্নাতক, স্নাতকোত্তর, গবেষক স্তরের যে কোনও পড়ুয়া, যিনি সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করছেন আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৯:২৮
Share:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ায়রিং বিভাগ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ায়রিং বিভাগ। নিজস্ব চিত্র।

এক দিন ব্যাপী ভ্যালু অ্যাডেড কোর্স করাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের পাওয়ার ইঞ্জিনিয়ায়রিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

Advertisement

‘অপ্টিমাল সিস্টেম ডিজ়াইন ইউজ়িং মাল্টি-অবজেক্টিভ অপ্টিমাইজেশান’—এই বিষয়ের উপর পড়ানো হবে। প্রতিষ্ঠানের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ভীমসেন টুডু বলেন, ‘‘শিক্ষাগত পাঠ্যক্রমের বাইরেও কিছু ভ্যালু অ্যাডেড কোর্সের প্রয়োজন থাকে। যা পরবর্তী সময় পড়ুয়াদের গবেষণায় সাহায্য করে। এই কোর্সের মধ্য দিয়ে মূলত সংশ্লিষ্ট বিষয়ের ট্রাফিক ম্যানেজমেন্ট-সহ আরও কয়েকটি দিকে আলোকপাত করা হবে।’’

প্রতিষ্ঠান সূত্র, এক দিনের এই কোর্সে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই অংশ নিতে পারবেন এমনটা নয়। স্নাতক, স্নাতকোত্তর, গবেষণা স্তরের যে কোনও পড়ুয়া, যিনি সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করছেন আবেদন করতে পারবেন। কোনও আসন সংখ্যা নেই। কোনও কোর্সমূল্যও ধার্য করা হয়নি। পড়ুয়াদের সামগ্রিক স্বার্থে এই কোর্সের আয়োজন করা হয়েছে।

Advertisement

২৪ মার্চ সকাল সাড়ে ১১টা থেকে প্রতিষ্ঠানের সল্টলেক ক্যাম্পাসে শুরু হবে ক্লাস। দু’ভাগে মোট চার ঘণ্টা ধরে চলবে ক্লাস। শেষে প্রতিষ্ঠানের তরফে শংসাপত্রও প্রদান করা হবে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া মেল আইডি-তে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে হবে। ২৩ মার্চের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আরও তথ্যের প্রয়োজনের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতেও যোগাযোগ করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement