প্রশিক্ষণ চলছে নিউ আলিপুর কলেজে। নিজস্ব চিত্র।
দর্শনের অধ্যাপিকা এবং কলকাতা পুলিশের তেজস্বিনী-র ট্রেনার এ বার নিউ আলিপুর কলেজে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিউ আলিপুর কলেজে চালু হয়েছে ছাত্রীদের আত্মরক্ষার পাঠ। তাও বিনামূল্যে।
উলুবেড়িয়া কলেজের দর্শনের অধ্যাপিকা এবং কলকাতা পুলিশের তেজস্বিনী-র ট্রেনার মৌসুমী মজুমদার। তিনি ক্যারাটেতে পাঁচ ড্যান ব্ল্যাক বেল্ট। মৌসুমী জানিয়েছেন, ক্যারাটের তিনটি ভাগ থাকে। একটি প্রাথমিক যা জাপানের ভাষায় বলা হয় ‘কিহন’, দ্বিতীয়টি হল ‘কাতা’ বা শেডো ফাইটিং ও তৃতীয় পর্যায়কে ‘কুমিতে’ বা ফাইটিং বলা হয়। আত্মরক্ষার কোর্সে সাধারণত ‘কিহন’ শেখানো হয়। তিনি বলেন, ‘‘আমার ছোটবেলা ভয়াবহ পরিস্থির মধ্য দিয়ে কেটেছে। বাবা কর্মসূত্রে বাইরে থাকতেন। সেই সময় নানা নির্যাতনের মধ্যে দিন কাটত। ১৯৯৬ সাল, বাধ্য হয়ে লুকিয়ে আমায় ক্যারাটে শিখতে হয়েছিল। আমি তাই চেষ্টা করি সব মহিলারাই যেন নিজের সুরক্ষা নিজেরাই সুনিশ্চিত করতে পারেন’’।
নিত্য দিন খবরের শিরোনামে উঠে আসে নারী নির্যাতনের খবর। আর তাই কলেজের মহিলাদের সুরক্ষার পাঠ দিতে তৈরি হয়েছে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-র তরফে মহিলা সেল ‘আনন্দিনী’। যেখানে কলেজের সমস্ত ছাত্রীকেই বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হবে। কলেজের প্রধান অধ্যক্ষ জয়দীপ ষরঙ্গি বলেন, ‘‘আমরা আত্মসুরক্ষার স্বার্থে ছাত্রীদের তৈরি করার সংকল্প নিয়েছি কলেজের তরফে। বর্তমান পরিস্থিতিতে এটা অত্যন্ত প্রয়োজন।’’
প্রশিক্ষণ দিচ্ছেন মৌসুমী মজুমদার। নিজস্ব চিত্র।
৮ মার্চ নারী দিবসের দিনই কোর্সটি চালু করা হয়। ওই দিনটি তিনটি পর্যায় পালন করা হয়। নারীদের সংবর্ধনার পাশাপাশি একটি করে চারা গাছ উপহার দেওয়া হয়। আগামী ছ’মাস ধরে চলবে এই কোর্স। শুধু কলেজের ছাত্রীরাই নয় অধ্যাপিকারাও অংশ নিতে পারবেন এই পাঠে।