ntpc

ফরাক্কায় আয়ুষ কেন্দ্রের জন্য আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

আবেদনকারী প্রার্থীকে বিএএমএস (ব্যাচলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) পাশ থাকতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৫:৪৮
Share:

আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ। প্রতীকী ছবি।

ফরাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এনটিপিসি লিমিটেড, ফরাক্কায় আয়ুষ কেন্দ্রের জন্য অ্যাডহক ভিত্তিতে আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক নজরে জেনে নিন বিস্তারিত।

Advertisement

পদ: আয়ুর্বেদিক চিকিৎসক

শূন্যপদ: ১টি

Advertisement

যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে বিএএমএস (ব্যাচলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) পাশ থাকতে হবে।অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগের মেয়াদ: ১ বছর।

বেতন: মাসিক ৬৫ হাজার টাকা।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীরা প্রয়োজনীয় সমস্ত নথি-সহ বায়োডেটা gdmo.farakka@gmail.com এ পাঠিয়ে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২২।

আবেদনের ভিত্তিতে যোগ্যতার মেধাতালিকা অনুয়ায়ী যে সমস্ত প্রার্থী নির্বাচিত হবেন, তাঁদের ইন্টারভিউ-এর জন্য নির্দিষ্ট মেল আইডিতে মেল করা হবে। ইন্টারভিউ হতে পারে ২০২২-এর ডিসেম্বরের শেষ দিক থেকে ২০২৩-এর জানুয়ারি মাসের মধ্যে।

ইন্টারভিউয়ের ঠিকানা: এফএইচ হাসপাতাল, এনটিপিসি ফরাক্কা, পোস্ট অফিস- নবারুণ, জেলা মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গ ৭৪২২৩৬।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement