ইউপিএসসি। প্রতীকী ছবি।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) এর তরফ থেকে ইউপিএসসি মূল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৬ ডিসেম্বর ২০২২ তারিখে ইউপিএসসি-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ফলাফল। যে সমস্ত প্রার্থী সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়েছিলেন তাঁরা ইউপিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন ফলাফল। এক নজরে দেখে নিন কী ভাবে ডাউনলোড করবেন রেজাল্ট।
যে সমস্ত প্রার্থী ভারতীয় প্রশাসনিক পরিষেবা (আইএএস), ভারতীয় বৈদেশিক পরিষেবা (আইএফএস), ভারতীয় পুলিশ পরিষেবা (আইপিএস) এবং অন্যান্য কেন্দ্রীয় পরিষেবা (গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’)-র ইন্টারভিউ রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছেন তাঁদের জন্য মেধাতালিকাটি প্রকাশ করা হয়েছে। ইউপিএসসি-র অফিশিয়াল ওয়েবসাইটেই সময় অনুয়ায়ী ইন্টারভিউয়ের তারিখ এবং সময়সূচি প্রকাশ করা হবে।