CUET UG Admit Card

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিচ্ছেন? প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড

যে শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা করার পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট (কুয়েট) দিতে হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ১৪:৩০
Share:

প্রকাশিত হয়েছে কুয়েট ইউজি-র অ্যাডমিট কার্ড। প্রতীকী ছবি।

সদ্য প্রকাশিত হয়েছে আইএসসি এবং সিবিএসই-র ফলাফল। ২৪ মে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। দ্বাদশ শ্রেণি পাশের পর অনেক পড়ুয়াই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে পড়তে চান।

Advertisement

আগেই প্রকাশিত হয়েছিল স্নাতক স্তরে কমন ইউনিভার্সিটি এন্টান্স টেস্ট (কুয়েট ইউজি) বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার দিনক্ষণ। শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়াও। এ বার সেই মতো কুয়েট ইউজি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

চলতি মাসের ২৫, ২৬, ২৭ এবং ২৮ তারিখের পরীক্ষার জন্য প্রকাশ করা হয়েছে অ্যাডমিট কার্ড। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যে সমস্ত পড়ুয়া পরীক্ষা দিচ্ছেন, তাঁরা প্রয়োজনীয় তথ্য পূরণ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Advertisement

কী ভাবে দেখবেন অ্যাডমিট কার্ড:

  • পড়ুয়াদের এনটিএ-র ওয়েবসাইটে যেতে হবে।
  • ‘হোমপেজ’ থেকে ‘কুয়েট অ্যাডমিট কার্ড’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
  • পরীক্ষার্থীদের নিজের ‘অ্যাপ্লিকেশন নম্বর’ এবং ‘জন্মতারিখ’-এর বিস্তারিত তথ্য দিয়ে ‘লগ ইন’ করা দরকার।
  • এর পরই অ্যাডমিট কার্ড দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
  • পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে পারেন।

যে শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা করার পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট (কুয়েট) দিতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement