NBU Online Course 2023

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল সায়েন্সের বিশেষ কোর্স, জেনে নিন বিশদে

অনলাইনে এই ক্লাস শুরু হবে অগস্ট মাসে। এই কোর্স শিক্ষকতা এবং অধ্যাপনার সঙ্গে যুক্ত পেশাদাররা করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৩ ০৯:৫৩
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

যাঁরা শিক্ষকতা কিংবা অধ্যাপনার মত পেশার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সুখবর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে রিফ্রেশার কোর্স চালু হচ্ছে। এই কোর্স বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন-হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে করানো হবে।

Advertisement

প্রসঙ্গত, করোনা অতিমারির আবহে এই ধরনের কোর্স চালু হয়েছিল। প্রতি বছর এক মাস কিংবা তার বেশি সময়ের জন্য শিক্ষকতা এবং অধ্যাপনার সঙ্গে যুক্ত পেশাদারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার কোর্স করানো হয়ে থাকে। কিছু কিছু কোর্স হাইব্রিড অর্থাৎ অনলাইন এবং অফলাইন মোডে হয়ে থাকে, কিছু কিছু কোর্স শুধু মাত্র অনলাইনে এবং কিছু কোর্সের ক্লাস ক্যাম্পাসে নেওয়া হয়ে থাকে।

কোন বিষয়ে কোর্স করানো হবে?

Advertisement

অনলাইনে ‘আরসি-নিউ ফ্রন্টিয়ার অফ কেমিক্যাল সায়েন্সেস’ কোর্সটি করানো হবে।

কারা কোর্সে অংশগ্রহন করতে পারবেন?

যাঁরা কেন্দ্র/ রাজ্য/ সরকার অধিগৃহীত প্রতিষ্ঠানে অধ্যাপনা করছেন, তাঁরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে আইন/ বাণিজ্য/ কলা/ বিজ্ঞান/ ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর এবং পিএইচডি/ এমফিল বা সমতুল্য ডিগ্রি থাকা আবশ্যক। যে কোনও ক্ষেত্রের অধ্যাপক/ অধ্যাপিকা বা সমতুল্য পদের পেশাদাররা আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তাবলি:

  • আবেদনকারীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে।
  • নাম নথিভুক্ত করার জন্য ১ হাজার টাকা জমা দিতে হবে।
  • নির্দিষ্ট দিনের মধ্যে টাকা জমা দিতে হবে।
  • আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও একটি ফর্ম পূরণ করতে হবে।
  • টাকা জমা দেওয়ার প্রমাণপত্রও আপলোড করতে হবে।
  • প্রার্থীদের পেশাদার জীবনের অভিজ্ঞতাই নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
  • প্রতিষ্ঠানের তরফে আবেদনকারীদের বেছে নেওয়া হবে।
  • মেলযোগে নির্বাচিতদের কাছে ক্লাস সংক্রান্ত তথ্য পৌঁছে যাবে।
  • ক্লাস শুরু হবে ২৩ অগস্ট, ২০২৩ তারিখে।
  • শেষ হবে ৫ সেপ্টেম্বর, ২০২৩-এ।

ক্লাসের বিস্তারিত:

এই রিফ্রেশার কোর্সের ক্লাস অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেওয়া হবে। নিয়মিত ছয় ঘন্টা ক্লাস করানো হবে। এর পাশাপাশি, বিশেষ ক্লাস, সেমিনারের জন্যও অনলাইনেই উপস্থিত থাকতে হবে।

এই ‘বিশেষ’ কোর্সের ফর্ম পূরণ করার পোর্টাল চালু হবে ৫ জুলাই, ২০২৩। আবেদন গৃহীত হবে ১৩ অগস্ট, ২০২৩ পর্যন্ত। কোর্স সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement