এনএসওইউ। ছবি: সংগৃহীত।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে ডিপ্লোমার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি ২০২৫-এ ব্লেন্ডেড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (ভিইটি) প্রোগ্রাম-এ ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার’স এডুকেশন মন্টেসরি বিষয়ে ডিপ্লোমা করা যাবে। কোর্স এক বছরের কোর্সটির ফি ৮ হাজার টাকা। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। অ্যাডভান্সড ডিপ্লোমা ইন সাইকোলজিক্যাল কাউন্সেলিং কোর্সটি এক বছরের। ১৮ হাজার টাকা কোর্স ফি। স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। পাশাপাশি, এক বছরের অ্যাডভান্সড ডিপ্লোমা ইন হসপিট্যাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট কোর্সের সুযোগ রয়েছে। ফি ৩০ হাজার টাকা। এ ছাড়াও আরও বিষয়ে ডিপ্লোমার সুযোগ রয়েছে। সেগুলির সবিস্তার তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
এনএসওইউ-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে এনএসওইউ-র ওয়েবসাইটটি দেখতে পারেন।