NEET UG

নিট ইউজি-র মপ আপ রাউন্ডের ফল প্রকাশ

এর পর বাছাই তালিকাভুক্ত প্রার্থীদের বরাদ্দ কলেজগুলিতে আগামী ৮ ও ১২ ডিসেম্বর উপস্থিত হতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৯:৪৫
Share:

নিট ইউজি কাউন্সেলিং। প্রতীকী ছবি।

বুধবার মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট ইউজি মপ আপ রাউন্ডের প্রভিশনাল রেজাল্ট প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা এমসিসি-র সরকারি ওয়েবসাইট-mcc.nic.in-এ গিয়ে গিয়ে তাঁদের রেজাল্ট দেখে নিতে পারবেন।

Advertisement

এর পর বাছাই তালিকাভুক্ত প্রার্থীদের বরাদ্দ কলেজগুলিতে আগামী ৮ ও ১২ ডিসেম্বর উপস্থিত হতে হবে।

পরীক্ষার্থীরা এমসিসি-র ওয়েবসাইটে গিয়ে 'ইউজি মেডিক্যাল কাউন্সেলিং' ট্যাবে ক্লিক করলে মপ আপ রাউন্ডের রেজাল্টের লিঙ্কটি দেখতে পাবেন। সেখানে নিজেদের নাম ও ক্রমিক সংখ্যা দিলেই তাঁরা ফলাফলটি দেখতে পাবেন।

Advertisement

প্রসঙ্গত,নিট ইউজি-র মপ আপ রাউন্ড শেষ হলে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডটি শুরু হবে। এর পর আসন বরাদ্দের প্রক্রিয়াটি ১৪ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ও এর ফল প্রকাশ হবে ১৬ ডিসেম্বর। এর পর বরাদ্দ কলেজে পরীক্ষার্থীদের ১৭ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে উপস্থিত হতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement