NEET

নিট এসএস কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর অস্থায়ী ফলাফল ঘোষণা করল এমসিসি

আসন বরাদ্দের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরই যে সমস্ত প্রার্থীর নাম তালিকায় থাকবে তাঁদের নির্ধারিত প্রতিষ্ঠানে ১১ থেকে ১৬ ডিসেম্বর ২০২২-এর মধ্যে রিপোর্ট করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ ১৭:১২
Share:

নিট এসএস। প্রতীকী ছবি।

মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-এর তরফ থেকে অস্থায়ী (প্রভেশনাল) ফলাফল ঘোষণা করা হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট ফর সুপার স্পেশালিটি (নিট এসএস) কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর জন্য। এমসিসি-র অফিশিয়াল ওয়েবসাইট থেকেই দেখতে পারবেন ফলাফল। এমসিসি-র তরফ থেকে খুব শীঘ্রই নিট এসএস কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর আসন বরাদ্দের ফলাফল ঘোষণা করা হবে। তবে, আসন বরাদ্দের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরই যে সমস্ত প্রার্থীর নাম তালিকায় থাকবে তাঁদের নির্ধারিত প্রতিষ্ঠানে ১১ থেকে ১৬ ডিসেম্বর ২০২২-এর মধ্যে রিপোর্ট করতে হবে।

Advertisement

এক নজরে দেখে নিন, নিট এসএস কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর অস্থায়ী ফলাফল দেখবেন কী ভাবে:

https://mcc.nic.in/#/home এমসিসি-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।

Advertisement

হোম পেজ থেকে সুপার স্পেশালিটি-তে যেতে হবে।

এস এস প্রভেশনাল রেজাল্ট ২০২২ রাউন্ড ১-এর লিঙ্কে যেতে হবে।

নিট এসএস কাউন্সেলিং ২০২২ রাউন্ড ১-এর আসন বরাদ্দের ফলাফল দেখতে পাওয়া যাবে।

পরবর্তী প্রয়োজনের জন্য ডাউনলোড করে রাখতে পারেন।

https://mcc.nic.in/#/home এই লিঙ্ক থেকে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement