গোলের পর রিয়াল ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।
বিপক্ষকে চার গোল দিয়েছে তারা। খেয়েছেও চার গোল। তার পরেও কোপা দেল রে-র ফাইনালে চলে গিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম পর্বে ১-০ জিতে থাকার সুবাদে। মঙ্গলবার রিয়াল মাদ্রিদের সঙ্গে রিয়াল সোসাইদাদের খেলা ৪-৪ অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। এ দিকে, ইপিএলে নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চাপ আরও বেড়েছে কোচ রুবেন আমোরিমের।
রিয়ালের ঘরের মাঠে আন্দের বারেনেতচিয়ার গোলে এগিয়ে যায় সোসাইদাদ। সমতা ফেরান এনদ্রিক। ডেভিড আলাবার আত্মঘাতী গোলে আবার পিছিয়ে যায় রিয়াল। ব্যবধান আরও বাড়ান সোসাইদাদের মিকেল ওয়ারজ়াবাল। জুড বেলিংহ্যাম এবং অরেলিয়েঁ চুয়ামেনির গোলে এগিয়েও যায় তারা। তবে সংযুক্তি সময়ে আবার গোল করেন ওয়ারজ়াবাল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর্দা গুলারের কর্নার থেকে ১১৫ মিনিটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন আন্তোনিয়ো রুদিগার।
ম্যাচের পর রুদিগার বলেছেন, “খুব কঠিন একটা ম্যাচ ছিল। সেটা জিততে পেরে খুশি। গোলটা খুব সহজেই করেছি। কারণ কর্নার একদম সঠিক জায়গায় পেয়েছিলাম।” রিয়ালের খেলা দেখতে হাজির ছিলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। রুদিগারের গোলের পর হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
এ দিকে, প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট ক্রমশ এগোচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের দিকে। ঘরের মাঠে তারা হারিয়েছে ম্যান ইউকে। ফরেস্টের হয়ে গোল করেছেন অ্যান্থনি এলাঙ্গা, যিনি এক সময় লাল জার্সি গায়ে ইউনাইটেডের হয়ে খেলেছেন। নিজের অর্ধ থেকে একাই বল নিয়ে দৌড়ে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন এলাঙ্গা।