নিট এসএস। প্রতীকী ছবি।
নিট এসএস (সুপার স্পেশালিটি) কাউন্সেলিং ২০২২ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। মেডিক্যাল কাউন্সিল কমিটির (এমসিসি) অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ফলাফল।
৩৬৪৫ জন প্রার্থীর নাম রয়েছে নিট এসএস চূড়ান্ত ফলাফলের তালিকায়। যে সমস্ত প্রার্থীর নাম রয়েছে তালিকায়, তাঁদের ১১ থেকে ১৬ ডিসেম্বর ২০২২ এর মধ্যে নির্ধারিত কলেজে রিপোর্ট করতে হবে।
সম্প্রতি এমসিসি-র তরফ থেকে জানানো হয়েছে, অফিশিয়াল অ্যালটমেন্ট নোটিস ডাউনলোড করার পর প্রার্থীদের নির্ধারিত কলেজে যেতে হবে প্রথমে। যদি কোনও প্রার্থী নির্বাচিত কলেজে ভর্তি হতে না চান, তা হলে তাকে প্রথমে তাঁর সিট ছাড়তে হবে, তার পর তিনি রাউন্ড ২ নিট এসএস কাউন্সেলিং এর অংশগ্রহণ করতে পারবেন।
কী ভাবে দেখতে পাবেন ফলাফল
https://mcc.nic.in/#/home এমসিসি-এর এই ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের প্রথমে।
এর পর সুপার স্পেশালিটি কাউন্সেলিং-এ যেতে হবে।
ফাইনাল রেজাল্ট অফ এসএস ২০২২ রাউন্ড ১ এ যেতে হবে।
এর পরেই প্রার্থীরা নিজেদের ফলাফল দেখতে পাবেন।