নিট এমডিএস পরীক্ষা। প্রতীকী ছবি।
সোমবার থেকে ন্যাশনাল বোর্ড অফ এগ্জামিনেশনস (এনবিই) ডেন্টাল সার্জারির স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা (নিট এমডিএস)-র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এনবিই-র তরফে। চলতি বছরে এই পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীদের এনবিই-র ওয়েবসাইট https://natboard.edu.in/-এ গিয়ে আবেদন জানাতে হবে। পরীক্ষায় আবেদন জানানোর শেষ দিন আগামী ৩০ জানুয়ারি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ মার্চ আয়োজিত এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ৯ জানুয়ারি সন্ধে ৭টা থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করার জন্য আবেদনকারীদের ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হবে। বোর্ডের তরফে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে আগামী ২২ ফেব্রুয়ারি। এ ছাড়া, আগামী ৩১ মার্চ পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে।
পরীক্ষার্থীরা কী ভাবে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন?
১. প্রথমে তাঁদের এনবিই-র ওয়েবসাইট https://natboard.edu.in/-এ যেতে হবে।
২. এর পর হোমপেজে 'নিট এমডিএস' ট্যাবে গিয়ে আবেদন জানানোর লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩. লিঙ্কে ক্লিক করার পর নিজেদের নাম নথিভুক্ত করে আবেদনপত্র পূরণ করতে হবে পরীক্ষার্থীদের।
৪. এ বারে আবেদনের জন্য বরাদ্দ মূল্য-সহ আবেদনপত্রটি জমা দিয়ে দিতে হবে।
৫. সব শেষে, পরীক্ষার্থীরা আবেদনপত্রটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।