Recruitment in NIT Durgapur

এনআইটি দুর্গাপুরে রয়েছে কাজের সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ

প্রতি মাসে ৩১ থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। রিসার্চ অ্যাসোসিয়েট পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৮:৩০
Share:

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-তে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

সিনিয়র/ জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিনিয়র/ জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য প্রার্থীর ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই)/ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) বা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই)/ মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিক্স/ কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। সঙ্গে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। প্রতি মাসে ৩১ থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। রিসার্চ অ্যাসোসিয়েট পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা প্রয়োজন। প্রতি মাসে ৪৭ থেকে ৫৪ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৬ জুন ইন্টারভিউ হবে। সকাল সাড়ে ৯টার মধ্যে প্রার্থীদের পৌঁছে যেতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। আবেদনের জন্য প্রার্থীর প্রথমে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখানে গেলেই বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে প্রয়োজনীয় নথি এবং বিস্তারিত জীবনপঞ্জি মেল করা দরকার। ১৪ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement